নির্বাচন নিয়ে ভীতির পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে মানুষ ভয় পায়: তথ্য উপদেষ্টা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে ভীতির পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে মানুষ ভয় পায়, সরকার মানুষকে সচেতন ও মোকাবিলা করতে সব করবে।
সোমবার (২২ ডিসেম্বর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘ভোটের গাড়ি’র প্রচার শুরু অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুনইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে, বাংলাদেশকে ভয় দেখানোর জন্য কিন্ত বাংলাদেশ জানাজায় তার জবাব দিয়েছে। ভয় দেখিয়ে লাভ নাই, বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাবেই বলেও মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
ফিতা কেটে ‘ভোটের গাড়ি’র প্রচার শুরু করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








