ভিডিও সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

প্রকাশ : ২২ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫৩ বিকাল

এনসিপির নেতা মোতালেব শিকদার আশঙ্কামুক্ত: চিকিৎসক

এনসিপির নেতা মোতালেব শিকদার আশঙ্কামুক্ত: চিকিৎসক

এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদার আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আখতারুজ্জামান সাংবাদিকদের এ কথা জানান। 

তিনি বলেন, মোতালেব এখন আশঙ্কামুক্ত। তার মাথার বাম পাশে গুলি লেগেছে। হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ড্রেসিং রুমে তার প্রাথমিক চিকিৎসা হয়েছে।

এর আগে, এদিন দুপুরে ১২টার দিকে নগরের সোনাডাঙ্গা এলাকায় মোতালেবের মাথা লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে জানান সোনাডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মণ্ডল।

তিনি বলেন, নগরের সোনাডাঙ্গা এলাকায় গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পেছন দিকের একটি বাসার মধ্যে তাকে গুলি করা হয়। গুলি তার মাথার চামড়া স্পর্শ করে চলে যায়। এতে রক্তক্ষরণ হলেও তিনি প্রাণে বেঁচে যান।

আরও পড়ুন

উপস্থিত জনতা তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান। পরে সেখান থেকে তার মাথার সিটি স্ক্যান করার জন্য সিটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়।

সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এখনো কাউকে আটক করা হয়নি। ঘটনার তদন্ত চলছে।

এ বিষয়ে এনসিপির খুলনা মহানগরের সংগঠক সাইফ নেওয়াজ বলেন, মোতালেবকে খুব কাছ থেকে মাথায় গুলি করা হয়েছে। মোতালেব জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক। কিছুদিনের মধ্যে খুলনায় দলের একটি বিভাগীয় শ্রমিক সমাবেশ হওয়ার কথা ছিল। সেটা নিয়ে তিনি কাজ করছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির নেতা মোতালেব শিকদার আশঙ্কামুক্ত: চিকিৎসক

‘বিশ্বসেরা হতে ইয়ামালের বান্ধবী প্রয়োজন’

জুতা পরে নামাজ আদায় করা যায়?

জাহানারার যৌন হয়রানির অভিযোগ তদন্ত কমিটির সময় আবার বাড়লো

শীতের ফুলকপি পরিষ্কার ও জীবাণুমুক্ত করার ঘরোয়া উপায়

নাসিরনগরে চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ