ভিডিও সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

প্রকাশ : ২২ ডিসেম্বর, ২০২৫, ০৫:০৫ বিকাল

মাধবপুরে মহাসড়কে গাড়ির ধাক্কায় পথচারী নিহত

মাধবপুরে মহাসড়কে গাড়ির ধাক্কায় পথচারী নিহত

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাতনামা একটি যানবাহনের ধাক্কায় আনুমানিক ৪০ বছর বয়সী এক পথচারী নিহত হয়েছেন।

আজ সোমবার (২২ ডিসেম্বর) রাত সোয়া ৩টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে বেঙ্গাডোবা গেট এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি অজ্ঞাত যানবাহন ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার ফলে মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। তবে নিহতের কাছে পরিচয় শনাক্তকারী কোনো কাগজপত্র না থাকায় এখন পর্যন্ত তাঁর নাম-ঠিকানা জানা সম্ভব হয়নি।

আরও পড়ুন

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাত গাড়ির ধাক্কায় ওই পথচারীর মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পিবিআই-এর সহায়তা নেওয়া হচ্ছে। বর্তমানে মরদেহটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

তিনি আরও জানান, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘাতক গাড়িটি শনাক্ত করতে মহাসড়কের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম আলো-ডেইলি স্টারে লুটের টাকায় টিভি-ফ্রিজ কেনে নাইম: ডিএমপি

মাধবপুরে মহাসড়কে গাড়ির ধাক্কায় পথচারী নিহত

হজ প্যাকেজের অবশিষ্ট টাকা ৩১ ডিসেম্বরের মধ্যে জমার নির্দেশ

অস্ত্রের লাইসেন্স নবায়ন করতে গিয়ে ঝালকাঠির সাবেক মেয়র গ্রেপ্তার

খুলনায় এনসিপি নেতাকে গুলির পর যশোর সীমান্তে জোরদার নিরাপত্তা

বাবাকে ঘুমের ওষুধ খাইয়ে প্রেমিককে দিয়ে খুন!