নাটোরের বিরল রোগে আক্রান্ত অভিজিৎ প্রয়োজন ১০ লাখ টাকা
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার শেরকোল বন্দর এলাকার ৬ বছরের শিশু অভিজিত সরকার। ছেলেকে নিয়ে সুখের সংসার ছিল বাবা উত্তম সরকার, মা টপি রাণী সরকারের। কিন্তু হঠাৎ করে বিরল রোগে আক্রান্ত হয়ে অভিজিতের স্বাভাবিক জীবন থমকে গেছে। গত এপ্রিল মাসে তার শরীরে লিউকোডায়োসট্রফি নামে এক বিরল রোগ ধরা পড়ে।
ঢাকার ইনস্টিটিউট অব নিউরো সাইন্সের নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. মালিহা হাকীম বলেছেন- লিউকোডায়োসট্রফি রোগে আক্রান্ত মানুষের দৃষ্টিশক্তি কমে যায়। হাঁটাচলা দুরূহ হয়ে পড়ে। খাবারে অরুচি আসে। প্রসাবেও সমস্যা তৈরি হয়।
অভিজিতের বাবা উত্তম সরকার জানান, ছেলের এই রোগের জন্য গত ২ মাসে চিকিৎসা বাবদ প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে। ডাক্তার অভিজিতের উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়ার কথা বলেছে, এজন্য প্রয়োজন ১০ থেকে ১২ লাখ টাকা। তিনি বলেন, গার্মেন্টসে ছোট চাকরি করে এত টাকা কোথায় পাব! এসময় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন তিনি।
আরও পড়ুনসিংড়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত বলেন, বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে আবেদন করলে সাধ্যমতো সহযোগিতার ব্যবস্থা করা হবে। অভিজিতের সহযোগিতার জন্য তার মা টপি রাণীর ডাচ বাংলা ব্যাংক, নাটোর শাখার ২৬৮৭৩৪৮৭৬৩৬৯৯ সঞ্চয়ী হিসাব নম্বরে সাহায্য পাঠানো যাবে। এছাড়া সাহায্য পাঠাতে বিকাশ/ নগদ / রকেট নং ০১৭১০-৪৫৪৩২১ ( ছেলের মা টপি রানী)
মন্তব্য করুন



_medium_1766407770.jpg)

_medium_1766405646.jpg)


