ভিডিও শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩৬ রাত

জয়পুরহাটে চুরির অভিযোগে মাইক্রোবাস চালককে হত্যা, গ্রেপ্তার ২

জয়পুরহাটে চুরির অভিযোগে মাইক্রোবাস চালককে হত্যা, গ্রেপ্তার ২

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় টাকা চুরির অভিযোগে নির্যাতনের মাধ্যমে এক মাইক্রোবাস চালককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ইউপি সদস্যসহ চার জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার পর পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।

 

নিহত মাইক্রোবাস চালকের নাম সুজন মন্ডল (৩০)। তিনি উপজেলার কাশিড়া পুকুরপাড় গ্রামের বাসিন্দা ওসমান আলীর একমাত্র ছেলে।

মামলার সূত্রে জানা যায়, গত ১৭ ডিসেম্বর সন্ধ্যায় আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের পাকুরডাড়িয়া গ্রামে সুজনের খালু আব্দুল কুদ্দুসের বাড়িতে টাকা চুরির অভিযোগ তোলা হয়। এ অভিযোগে তাকে মারধর করা হয়। পরে গোপিনাথপুর ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম হোসেন জিজ্ঞাসাবাদের নামে সুজনকে কাশিড়া বাজারের হাট অফিসে নিয়ে যান। সেখানে তাকে সারারাত দফায় দফায় নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে। পরদিন সকালে সুজনের মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

আরও পড়ুন

এ ঘটনায় ১৮ ডিসেম্বর নিহতের স্ত্রী মারুফা আক্তার আক্কেলপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় গোপিনাথপুর ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম হোসেনসহ চার জনকে আসামি করা হয়। মামলার পর পুলিশ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের পাকুরডাড়িয়া গ্রামের আব্দুল কুদ্দুস (৪৫) ও তার স্ত্রী সোনা ভানু (৩০)-কে গ্রেপ্তার করে।

এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। মামলায় এ পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে চুরির অভিযোগে মাইক্রোবাস চালককে হত্যা, গ্রেপ্তার ২

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নিয়োগ পরীক্ষা স্থগিত

আগামীকাল দেশে আসছে সুদানে নিহত ৬ বাংলাদেশি সেনার মরদেহ

অ্যাভেঞ্জার্স ডুমসডে-তে ফিরছেন ক্যাপ্টেন আমেরিকা

গণতান্ত্রিক সংস্কার জোটের নেতাদের প্রথম আলোর ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন

কলম্বিয়ায় প্রতিপক্ষ দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫৯