কলম্বিয়ায় প্রতিপক্ষ দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫৯
কলম্বিয়ার মেডেলিন শহরে অনুষ্ঠিত কলম্বিয়া কাপ ফাইনালে প্রতিপক্ষ দুই দলের সমর্থকদের সংঘর্ষে অন্তত ৫৯ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৭ জন পুলিশ সদস্য রয়েছেন বলে জানিয়েছে প্রশাসন।
স্থানীয় সময় বুধবার (১৭ ডিসেম্বর) রাতে আতানাসিও গিরারদো স্টেডিয়ামে আতলেতিকো নাসিওনাল ১-০ গোলে ডিপোর্তিভো ইন্ডিপেন্ডিয়েন্তে মেডেলিনকে হারিয়ে শিরোপা জেতে। তবে ম্যাচ শেষ হওয়ার পরপরই দুই দলের সমর্থকদের মধ্যে সহিংসতা শুরু হয়।
খেলা শেষের বাঁশি বাজার সঙ্গে সঙ্গে অনেক সমর্থক মাঠে নেমে পড়ে। তাদের কারও হাতে ছিল ফ্লেয়ার ও আতশবাজি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামানো হয় দাঙ্গা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রায়ট পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। স্টেডিয়ামে তখন প্রায় ৪৩ হাজার দর্শক উপস্থিত ছিলেন।
মেডেলিনের নিরাপত্তা সচিব মানুয়েল ভিলা জানান, সংঘর্ষে ৫২ জন সমর্থক আহত হয়ে চিকিৎসা নেন। পুলিশ জানিয়েছে, আহত হয়েছেন ৭ জন পুলিশ সদস্যও। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি, তবে স্টেডিয়ামের ভেতর ও আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সহিংসতার কারণে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় ট্রফি প্রদান ও পদক বিতরণ অনুষ্ঠান বাতিল করা হয়।
আরও পড়ুনসাধারণত কলম্বিয়ায় ঝুঁকিপূর্ণ ম্যাচে ভ্রমণকারী দলের সমর্থকদের স্টেডিয়ামে ঢোকার অনুমতি দেওয়া হয় না। তবে শান্তিপূর্ণ সহাবস্থানের উদ্যোগ হিসেবে এবার মেডেলিন সিটি কর্পোরেশন আতলেতিকো নাসিওনাল সমর্থকদের মাঠে প্রবেশের অনুমতি দিয়েছিল।
মেডেলিনের মেয়র ফেদেরিকো গুতিয়েরেস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এসব লোক অপরাধী ও বিশৃঙ্খল, তারা ফুটবলের প্রকৃত প্রতিনিধিত্ব করে না।
মন্তব্য করুন









