ভিডিও শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪৬ রাত

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের ঈশ্বরদীর স্কুলপাড়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো ঈশ্বরদী উপজেলার সাড়া ঝাউদিয়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মো: শাকিব হোসেন (২২) এবং ঈশ্বরদী পিয়ারপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী শিরিনা বেগম (৪৫)। নিহতরা দুুুুুুুইজনই মোটর সাইকেল আরোহী ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদী অভিমুখীএকটি মোটরসাইকেলের সাথে লালপুর অভিমুখী একটি সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শাকিব হোসেন ও শিরিনা বেগম গুরুতর আহত হন।

আরও পড়ুন


স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে রাস্তায়ই তাদের মৃত্যু হয়, পরে হাসপাতালে পৌছালে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

উদীচী কার্যালয়ে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

দূতাবাস আক্রান্ত হলে বহির্শক্তি হস্তক্ষেপের সুযোগ পাবে: নাসীরুদ্দীন

যশোরে নিখোঁজের ২৬ দিন পর পুলিশ সদস্যের লাশ মিলল পঞ্চগড়ে

চাপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২, ট্রাফিক বক্সে আগুন

উস্কানিতে পা না দিয়ে জাতীয় ঐক্য-নির্বাচন রক্ষার বার্তা: জামায়াত আমির