ভিডিও শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:১৭ রাত

অ্যাভেঞ্জার্স ডুমসডে-তে ফিরছেন ক্যাপ্টেন আমেরিকা

অ্যাভেঞ্জার্স ডুমসডে-তে ফিরছেন ক্যাপ্টেন আমেরিকা

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সিনেমা যারা দেখেন, তাদের জন্য সুখবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ক্যাপ্টেন আমেরিকা হিসেবে পর্দায় ফিরছেন ক্রিস ইভান্স। আসন্ন ‘অ্যাভেঞ্জার্স ডুমসডে’ সিনেমায় তাকে দেখা যাবে।
 
 
সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমাটির প্রথম টিজারেই দেখা গেছে এ দৃশ্য। তাতে যা আভাস পাওয়া গেল, একজন নবজাতকের বাবা হিসেবে দেখা যাবে ক্রিস ইভান্সকে।
 
 
টিজারে দেখা যায়, একটি শান্ত বাড়িতে স্টিভ রজার্স (ক্রিস ইভান্স) মোটরসাইকেল চালিয়ে আসছেন। আবহ সংগীতে বাজছে অ্যাভেঞ্জার্স থিম।স্টিভ তার পুরনো চিরচেনা সেই স্যুট টি নেড়েচেড়ে দেখছেন। এক পর্যায়ে তার কোলে একটি নবজাতক শিশুকে দেখা যায়। আর দৃশ্যটি দিয়েই টিজারটি শেষ হয়। শেষে লেখা ওঠে, ‘স্টিভ রজার্স ফিরছেন অ্যাভেঞ্জার্স ডুমসডে-তে’।
২০১৯ সালের ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’-এ শেষবার স্টিভ রজার্সকে দেখেছিলেন দর্শকেরা। সেখানে তিনি ইনফিনিটি স্টোনগুলো যথাস্থানে ফিরিয়ে দিয়ে অতীতে তার প্রিয়তমা পেগি কার্টারের কাছে ফিরে যান এবং সেখানেই সংসার জীবন কাটান। পরবর্তীতে বৃদ্ধ অবস্থায় ফিরে এসে তার ঢালটি স্যাম উইলসনের (অ্যান্থনি ম্যাকি) হাতে তুলে দেন।
 
এখন প্রশ্ন উঠেছে, টিজারের এই স্টিভ রজার্স কি আগের সেই আসল স্টিভ, নাকি মাল্টিভার্সের অন্য কোনো রূপ? এছাড়া নবজাতক শিশুটির পরিচয় এবং তার মধ্যে সুপার সোলজার ক্ষমতা আছে কি না, তা নিয়ে দর্শকদের মাঝে তৈরি হয়েছে নানা জল্পনা।
 
 
শোনা যাচ্ছে, ২০২৬ সালের ১৮ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ক্রিস ইভান্স ছাড়াও মূল অ্যাভেঞ্জার্স টিমের রবার্ট ডাউনি জুনিয়র ফিরছেন এই সিনেমায়। তবে তিনি আয়রন ম্যান নয়, বরং খলনায়ক ‘ডক্টর ডুম’ হিসেবে হাজির হবেন।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাভেঞ্জার্স ডুমসডে-তে ফিরছেন ক্যাপ্টেন আমেরিকা

গণতান্ত্রিক সংস্কার জোটের নেতাদের প্রথম আলোর ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন

কলম্বিয়ায় প্রতিপক্ষ দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫৯

মুন্সীগঞ্জে সংঘর্ষে পুলিশসহ ১০ জন টেটাবিদ্ধ

হাদির কফিনে বিএনপির ফুলেল শ্রদ্ধা

দেশে ফেরার ট্রাভেল পাস পেলেন তারেক রহমান