ভিডিও শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০২:০৭ দুপুর

হাদি না থেকেও বেশি করে থাকবেন বাংলাদেশের বুকে : সংস্কৃতি উপদেষ্টা

হাদি না থেকেও বেশি করে থাকবেন বাংলাদেশের বুকে : সংস্কৃতি উপদেষ্টা

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টে জানানো হয়েছে এ তথ্য। আর তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই নড়ে ওঠেছে গোটা দেশ। নেমেছে শোকের ছায়া।

ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশবাসী। সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন তরুণ প্রজন্ম ও নেটিজেনরা। এ থেকে বাদ যাননি অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীও।

এদিন রাত ১০টায় সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে ওসমান হাদির একটি ছবি পোস্ট করেন নির্মাতা ফারুকী। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমাদের ভাই হাদি রওনা দিয়েছেন অনন্তের পথে। আবরার, আবু সাঈদদের মতো হাদি না থেকেও আরও বেশি করে থাকবেন বাংলাদেশের বুকে। ইউ ফেইলড টু কিল ওসমান হাদি!’

এর আগে রাত ৯টা ৪৪ মিনিটে ওসমান হাদির ফেসবুক থেকে দেয়া পোস্টে লেখা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন।’

আরও পড়ুন

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচারণা চালাচ্ছিলেন তিনি।

ওইদিন মোটরসাইকেলে করে এসে দুইজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জানা যায়, গুলি ওসমান হাদির মাথার ডান দিক থেকে ঢুকে বাম পাশ দিয়ে বের হয়ে গেছে, তবে অংশবিশেষ এখনও তার মস্তিষ্কে রয়েছে।

এ অবস্থার মধ্যেই পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সবশেষ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদি না থেকেও বেশি করে থাকবেন বাংলাদেশের বুকে : সংস্কৃতি উপদেষ্টা

ওসমান হাদির মৃত্যুতে বিসিবি-বাফুফের শোক

এনসিপির শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত

প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের সম্পাদকের সঙ্গে কথা বললেন প্রধান উপদেষ্টা

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

ওসমান হাদি হত্যার প্রতিবাদে বান্দরবানে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও