ভিডিও বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩৭ রাত

এই সময়ে উপস্থাপনায় সেরা মৌ-নীল

মৌ-নীল

অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের মিডিয়াতে উপস্থাপনায় যে দু’জন উপস্থাপিকা তাদের উপস্থাপনা দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছেন অনেক আগেই এবং টানা বেশ কয়েকটা বছর যে দু’জন উপস্থাপনায় তাদের মেধা, গুন দিয়ে আধিপত্য বিস্তার করে আছেন তারা হলেন মৌসুমী মৌ ও নীল হুরেজাহান।

মৌসুমী মৌ বাংলা ভাষাতেই উপস্থাপনায় অনবদ্য। অন্যদিকে নীল হুরেজাহান বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই উপস্থাপনায় দুর্দান্ত। নিজের ব্যস্ততা প্রসঙ্গে মৌসুমী মৌ জানালেন, আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত নিজেকে সময় দেবার মতোও সময় তার নেই। উপস্থাপনার কাজ নিয়েই টানা ব্যস্ত তিনি। অন্যদিকে নীল হুরেজাহানও ব্যস্ত সময় পার করছেন উপস্থাপনায়।

এরইমধ্যে যেহেতু মাঝে মাঝে নীল অভিনয়ও করেন এবং মিউজিক ভিডিওতেও মডেল হিসেবে কাজ করেন, সে কারণে তাকে মাঝে মধ্যে অভিনয়েও দেখা যায়। এরইমধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে নীল হুরেজাহানের নতুন একটি মিউজিক ভিডিও।

শিরোনামহীনের ‘এই অবেলায়’ গানের মিউজিক ভিডিওর মডেল হিসেবে উপস্থিত হয়ে এই মুহুর্তে রয়েছেন বেশ আলোচনায়। গানটি গেয়েছেন শেখ ইসতিয়াক। গানটির মিউজিক ভিডিওর শুটিং হয়েছে থাইল্যাণ্ডের বিভিন্ন মনোরম লোকেশনে।

এদিকে মৌসুমী মৌ চট্টগ্রামে বিএসআরএম’র শোতে উপস্থাপনার দায়িত্ব পালন করেছেন। আজ ঢাকায় ফিরেই তিনি জিটিভি’র ‘আজকের অনন্যা’ অনুষ্ঠানের তৃতীয় সিজনের শুটিং-এ অংশ নিবেন। এছাড়াও বছরের শেষ দিনে তিনি এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘সেরা পরিবার’-এর উপস্থাপনার কাজ আবারো শুরু করতে যাচ্ছেন।

আরও পড়ুন

এছাড়াও তিনি নিয়মিত বিজয় টিভির ‘জীবনের গল্প’, একটি জাতীয় দৈনিকের ‘ক্যাফে লাইভ’, এটিএন বাংলার ‘মিউজিক লাউঞ্জ’, আরেকটি ইংরেজি দৈনিকের ‘স্পট লাইট’ অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপনা করছেন। নীল হুরেজাহান এই ডিসেম্বর জুড়েই স্টেজ শো, টিভি শো নিয়ে ভীষণ ব্যস্ত। তবে প্রফেশনাল নেটওয়ার্ক স্যোসাল অ্যাপ ‘স্টার্ট আপ’র সিইও হিসেবে দায়িত্ব নেবার পর থেকে ভীষণ ব্যস্ত নীল হুরেজাহান। নিয়মিত অভিনয়ের প্রস্তাবও পান তিনি।

এরইমধ্যে সাবরিনা আইরিনের নির্দেশনায় একটি স্কিন কেয়ার পণ্যের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। নিজেদের পেশাগত কাজ নিয়ে মৌসুমী মৌ বলেন,‘ আলহামদুলিল্লাহ, আমি আমার পেশাগত কাজ নিয়ে ভীষণ সন্তুষ্ট। বিগত আড়াই মাসে আমি একটি দিনও ছুটি কাটাতে পারিনি এবং আগামী বছরের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত ব্যস্ত আমি। পরিবারের কথা ভেবেই নিজেকে পেশাগতকাজে ব্যস্ত রাখি। সবার দোয়ায় ভালোভাবে কাজটা করে যেতে চাই সম্মানের সাথে সবার ভালোবাসা নিয়ে।’

নীল হুরেজাহান বলেন,‘ উপস্থাপনা নিয়ে আমি তৃপ্ত। তবে আমি আরো আরো ভালো করতে চাই। পাশাপাশি আমার উপর যতো অর্পিত দায়িত্ব আছে তা যথাযথভাবে পালন করতে চাই। অভিনয়ের প্রস্তাব আসে নিয়মিত। কিন্তু গল্প এবং চরিত্র ভালো না লাগলে তা করা হচ্ছেনা।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৯ সাল থেকে সরাসরি ইউটিউবে সম্প্রচার হবে অস্কার অনুষ্ঠান

এই সময়ে উপস্থাপনায় সেরা মৌ-নীল

দিনাজপুরের নবাবগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ইউপি সদস্য গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে আ’লীগ ও শ্রমিক লীগের দুই নেতা গ্রেফতার

পদত্যাগ করলেন ডেভিড আনচেলত্তি

শততম টেস্ট খেলায় বগুড়ায় মুশফিকুর রহিমকে সংবর্ধনা