ভিডিও বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫০ বিকাল

ইউটিউব চ্যানেলের প্রথম গান নিয়ে উচ্ছ্বসিত লুৎফর

ইউটিউব চ্যানেলের প্রথম গান নিয়ে উচ্ছ্বসিত লুৎফর

অভি মঈনুদ্দীনঃ বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের নন্দিত গীতিকার, সুরকার ও সঙ্গীতশিল্পী লুৎফর হাসানের গাওয়া ‘আমি এমন কেউ না’ গানটির ইউটিউবে এক মিলিয়ন ভিউ অতিক্রম করায় ভীষণ উচ্ছ্বসিত এই শিল্পী। গতকাল বিজয় দিবসের পরের দিন তিনি তার নিজের ফেসবুক ওয়ালে গানটির বিষয়ে বিষদ তথ্য উপস্থাপন করে ‘আমি এমন কেউ না’ গানের এক মিলিয়ন ভিউ অতিক্রম হওয়ার উচ্ছ্বাস প্রকাশ করেন।

২০২১ সালের ২৫ নভেম্বর ‘লুৎফর হাসান’ ইউটিউব চ্যানেলে (তখন শূণ্য সাবস্ক্রাইবার) গানটি প্রকাশিত হয়।গানটি লুৎফর হাসানেরই লেখা ও সুর করা। মিউজিক করেছিলেন জন। গতকালই গানটি এক মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। লুৎফর হাসান গানটির এক মিলিয়ন ভিউ হওয়া নিয়ে ফেসবুকে তার অভিব্যক্তির কথা লিখেছেন। লুৎফর হাসান লিখেছেন,‘ আজকের এই মুহুর্ত আমার জন্য একটু বেশিই বিশেষ।

২০২১ সালের ২৫ নভেম্বর আমার শুণ্য সাবস্ক্রাইবারের চ্যানেলে প্রকাশিত হয়েছিলো ‘আমি এমন কেউ না’ গানটি। ধীরে ধীরে গানটি ছড়াতে থাকে। আজ এক মিলিয়ন ভিউ অতিক্রম করলো। নামেমাত্র বাজেটে তৈরী হয়েছিলো এই গান। জিএম জন অডিও করে দিয়েছিলো। আল মাসুদ তার বাসার ছাদে ভিডিও করে দিয়েছিলো। রুম্মান আব্দুল্লাহর প্রতি কৃতজ্ঞতা গানের সুর করার সময় দারুন সহযোগিতা করার জন্য। এই গানে বিশেষ উৎসাহ দেবার জন্য কৃতজ্ঞতা আসিফ ইকবাল ভাই, ধ্রুব গুহ দাদা, তরিক আল ইসলাম ভাই ও তানভীর তারেকের প্রতি। আমার গান যারা ভালোবাসেন, আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা জানাই।’ উল্লেখ্য, লুৎফর হাসানের লেখা ও সুরে প্রয়াত শিল্পী আজম খান, সুবীরনন্দী’সহ ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, রাজীব, রিংকু, মুহিন, সাব্বির, কিশোর, সালমা, লিজা, পুতুল, ন্যানসি’সহ আরো বেশ কয়েকজন শিল্পী দেশাত্ববোধক গান গেয়েছেন। একসময় প্রচুর দেশাত্ববোধক গান লিখেছেন। কিন্তু এখন আর কেউ বলেন না দেশাত্ববোধক গান লিখে দিতে।

আরও পড়ুন

সে প্রসঙ্গে লুৎফর হাসান বলেন,‘ এখন নিজে একটি দেশাত্ববোধক গান লিখে যদি বলি-একটা দেশাত্ববোধক গান গাইবে? টাকা পয়সা নাই। উত্তরে বলবে-পেমেন্ট কতো? অথচ তারা আজম খানের চেয়ে বড় না, রিংকু রাজীবের ব্যাচেরও না। প্রজন্মের জ্ঞাতার্থে বলি, সামিনা আপা বা ন্যানসি দেশাত্ববোধক গান গেয়ে একটা টাকাও নে নাই।

শর্তই দিয়েছিলেন, টাকা নেবেন না, তবেই গাইবেন। সারা বছর কাভার করা গান গায়। নিজের একটা গান নাই। বোঝেও না কোনটা কোন পর্যায়ের গান তাহলে কীভাবে হবে? অদ্ভূত এক প্রজন্ম বেড়ে উঠছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউটিউব চ্যানেলের প্রথম গান নিয়ে উচ্ছ্বসিত লুৎফর

সত্যের জয় অনিবার্য, মিথ্যা দিয়ে কখনো সত্যকে ঢেকে রাখা যায় না :ডিপজল

বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি

আমি শরীরে সরিষার তেল লাগিয়ে রোদে যেতাম: নাজিফা তুষি

বাকেরগঞ্জে মহাসড়কের পাশ থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার