ভিডিও শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:২২ রাত

আগামীকাল দেশে আসছে সুদানে নিহত ৬ বাংলাদেশি সেনার মরদেহ

আগামীকাল দেশে আসছে সুদানে নিহত ৬ বাংলাদেশি সেনার মরদেহ

আফ্রিকার দেশ সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত অবস্থায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় শহীদ হওয়া ৬ বাংলাদেশি সেনার মরদেহ আগামীকাল দেশে পৌঁছাবে।

আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহগুলো পৌঁছানোর পর যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।

গত ১৩ ডিসেম্বর (শনিবার) সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (UNISFA) আওতাধীন কাদুগলি লজিস্টিকস বেইসে এই নৃশংস হামলা চালানো হয়।

স্থানীয় সময় বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী হঠাৎ ড্রোন হামলা চালালে ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী ঘটনাস্থলেই শাহাদাত বরণ করেন। হামলায় আরও আটজন শান্তিরক্ষী আহত হয়েছেন।

আরও পড়ুন

আইএসপিআর জানিয়েছে, শহীদ শান্তিরক্ষীদের মরদেহ বহনকারী বিমানটি আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উগান্ডার এন্টেব বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আগামীকাল শনিবার সকাল ১১টা ১৫ মিনিটে বিমানটি ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।শাহাদাত বরণকারী ৬ জন হলেন: ১. কর্পোরাল মোঃ মাসুদ রানা (নাটোর) ২. সৈনিক শামীম রেজা (রাজবাড়ি) ৩. সৈনিক মোঃ মমিনুল ইসলাম (কুড়িগ্রাম) ৪. সৈনিক শান্ত মন্ডল (কুড়িগ্রাম) ৫. মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ) ৬. লন্ড্রি কর্মচারী মোঃ সবুজ মিয়া (গাইবান্ধা)

হামলায় আহত ৮ জনকে কেনিয়ার নাইরোবিতে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে সৈনিক মো. মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হলেও অস্ত্রোপচারের পর তিনি বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন। বাকি ৭ জন এখন শঙ্কামুক্ত।বাংলাদেশ সেনাবাহিনী এই কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এক শোকবার্তায় সেনাবাহিনী জানিয়েছে, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এই শান্তিরক্ষীদের আত্মত্যাগ বাংলাদেশের জন্য এক গৌরবময় নিদর্শন হয়ে থাকবে। সেনাবাহিনী প্রধান শহীদদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামীকাল দেশে আসছে সুদানে নিহত ৬ বাংলাদেশি সেনার মরদেহ

অ্যাভেঞ্জার্স ডুমসডে-তে ফিরছেন ক্যাপ্টেন আমেরিকা

গণতান্ত্রিক সংস্কার জোটের নেতাদের প্রথম আলোর ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন

কলম্বিয়ায় প্রতিপক্ষ দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫৯

মুন্সীগঞ্জে সংঘর্ষে পুলিশসহ ১০ জন টেটাবিদ্ধ

হাদির কফিনে বিএনপির ফুলেল শ্রদ্ধা