ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩০ রাত

দিনাজপুরের বীরগঞ্জে পুকুরের মাছ নিধনের অভিযোগ

দিনাজপুরের বীরগঞ্জে পুকুরের মাছ নিধনের অভিযোগ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মাকড়াই গ্রামে অবস্থিত শ্রী শ্রী চণ্ডী মন্দির সংলগ্ন পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। মন্দির কমিটির বর্তমান সভাপতি উত্তম রায় বীরগঞ্জ থানায় গতকাল রোববার রাতে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মন্দিরের উন্নয়ন কার্যক্রমের অর্থ সংগ্রহের লক্ষ্যে পুকুরে মাছ চাষ করা হয়েছিল। গতকাল রোববার সকালে পুকুর পাড়ে গিয়ে দেখা যায়, সব মাছ মরে পানিতে ভাসছে। পূর্ব বিরোধের জেরে পুকুরে বিষ বা গ্যাস ট্যাবলেট প্রয়োগ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।

এ বিষয়ে মন্দির কমিটি ও এলাকাবাসী দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ৫নং সুজালপুর ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফজল ইবনে কাউসার আলী বলেন, সরেজমিনে গিয়ে মাছ মরে ভেসে থাকতে দেখা যায়। আর গ্যাস দুই ধরণের হয়ে থাকে।

আরও পড়ুন

এখন কোন গ্যাসে মাছগুলো মারা গেছে তা জানতে ল্যাব টেস্টের প্রয়োজন। আমাদের সেই সরঞ্জামাদি নেই। 
এ বিষয়ে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বীরগঞ্জে পুকুরের মাছ নিধনের অভিযোগ

ভোলায় জামায়াত-বিএনপির দুই দফা সংঘর্ষে আহত ১০

বগুড়ায় বিসিকের ১০ দিনের মেলায় ৮৫ লাখ টাকার পণ্য বেচা কেনা

রাজনৈতিক ব্যক্তি ও প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি

কিশোরগঞ্জে ৮ হাজার পিস ইয়াবাসহ নারী কারবারি আটক

আতিফ আসলামের কনসার্টের টিকিটের টাকা ফেরত না দেওয়ায় পাঁচজনের বিরুদ্ধে মামলা