ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৫ ডিসেম্বর, ২০২৫, ১২:৪২ রাত

আগামী সরকারকে শক্তিশালী ম্যান্ডেটের ওপর দাঁড়াতে হবে: তারেক রহমান

ছবি: সংগৃহীত, আগামী সরকারকে শক্তিশালী ম্যান্ডেটের ওপর দাঁড়াতে হবে: তারেক রহমান

আগামী সরকারকে শক্তিশালী জনম্যান্ডেটের ওপর দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ম্যান্ডেট দুর্বল হলে অনেক গুরুত্বপূর্ণ কাজ বাস্তবায়ন সম্ভব হবে না; তাই জনসমর্থনই হবে ভবিষ্যৎ সরকারের মূল ভিত্তি।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে বিএনপি আয়োজিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জনপ্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, নির্বাচিত সরকারের প্রথম ও প্রধান কাজ হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ‘রুল অব ল’ নিশ্চিত করা।

তারেক রহমান জানান, রাষ্ট্র পরিচালনায় নীতি ও আইনের অগ্রাধিকার দিতে হবে, দুর্নীতির লাগাম টানতে হবে এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহস দেখাতে হবে—যদিও তা সব সময় জনপ্রিয় নাও হতে পারে। তিনি রাজধানীর যানজট, পানি সংকট ও পরিবেশ দূষণকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে বলেন, এসব সমস্যার সমাধানে বিশেষজ্ঞদের নিয়ে কার্যকর পরিকল্পনা প্রয়োজন।

আরও পড়ুন

শিক্ষা ও ক্রীড়া খাতে বিনিয়োগের মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখার কথা তুলে ধরে তিনি বলেন, কেবল শাস্তি দিয়ে নয়, পরিকল্পিত উদ্যোগেই সমাধান সম্ভব। নারীদের কর্মসংস্থান, নারী শিক্ষা, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর প্রতিশ্রুতিও দেন তিনি।

রাজনীতিতে জনগণের সঙ্গে সরাসরি সংযোগের ওপর জোর দিয়ে তারেক রহমান বলেন, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে রাজনীতি করলে মানুষের প্রকৃত সমস্যা বোঝা যায় না। জনগণের সঙ্গে ঐক্যবদ্ধ থাকলে একটি নতুন ও কার্যকর বাংলাদেশ গড়া সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী সরকারকে শক্তিশালী ম্যান্ডেটের ওপর দাঁড়াতে হবে: তারেক রহমান

আইপিএলে ৭৫ লাখ রুপিতে দল পেলেন তানজিম সাকিব

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ডাক দিলেন সাদিক কায়েম

নাটোরে ভুয়া চিকিৎসক আটক

কুড়িগ্রামে নৈশপ্রহরীকে খুন করে ৩৪ লক্ষাধিক টাকা ডাকাতি

ওসমান হা‌দি‌কে হত্যাচেষ্টা: শুটার ফয়সালের স্ত্রী-শ্যালক গ্রেফতার