ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে সাংবাদিক আনিস আলমগীরকে
সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
আজ রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে রাজধানীর ধানমন্ডি থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
ডিবি কার্যালয়ে নেওয়ার বিষয়টি মোবাইল ফোনে গণমাধ্যমকে জানিয়েছেন আনিস আলমগীর নিজেই। তিনি বলেন, ‘ধানমন্ডি এলাকার একটি জিম থেকে আমাকে নিয়ে আসা হয়। ডিবির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রধান আমার সঙ্গে কথা বলবেন।
তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে ধানমন্ডি থেকে আনা হয়। ৮টার দিকে তারা ডিবি কার্যালয়ে পৌঁছান। তখন থেকে অপেক্ষায় রয়েছেন।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘ধানমন্ডি এলাকা থেকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুনতাকে আটক নাকি কোনও মামলায় গ্রেফতার দেখানো হবে- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদ শেষে তার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, আনিস আলমগীর যে জিমে যান সেটি ধানমন্ডি ২ নম্বরে অবস্থিত। সেখানকার ম্যানেজার আরেফিন বলেন, ‘আনিস আলমগীর আজ (রবিবার) সন্ধ্যায় জিমে এসেছিলেন। ব্যায়াম করে রাত ৮টার দিকে বের হয়ে যান।
তবে পুলিশের কাউকে জিমে তিনি দেখেননি বলে জানান।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1765721811.jpg)


