জাতীয় সংসদ নির্বাচন
বগুড়া-৩ আসনে প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ছুটছেন প্রার্থীরা
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ছুটছেন দ্বারে দ্বারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বগুড়া-৩ দুপচাঁচিয়া-আদমদীঘি আসনের সম্ভাব্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীর নাম ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে।
তারা হলেন, বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল মহিত তালুকদার (ধানের শীষ), জামায়াত মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের (দাঁড়িপাল্লা), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এড. মুহা. ইজাজ আল ওয়াসী জ্বীম (শাপলা কলি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ অধ্যাপক শাহজাহান আলী তালুকদার (হাত পাখা)। নির্বাচন নিয়ে উপজেলার সর্বত্রই চলছে নানা জল্পনা কল্পনা।
বিগত সময় জামায়াতে ইসলামী বিএনপির সঙ্গে জোট করে নির্বাচনে অংশ নিলেও এবারই প্রথম তারা এককভাবে নির্বাচনী প্রচারণা করছেন। নির্বাচনী তফশিল ঘোষণার পর ৪ জন প্রতিদ্বন্দ্বি সংসদ সদস্য প্রার্থীর প্রচারণাও বেশ জমে উঠেছে। তারা এলাকার রাস্তা ঘাটের উন্নয়ন, বেকার সমস্যা সমাধান, সন্ত্রাস, চাঁদাবাজী নির্মূলসহ নাগরিক সকল সুবিধা নিশ্চিতকরণের জন্য বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন।
কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে তাদের এই প্রচারণা। এবারের নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নির্বচানে অংশ নিতে পারছেন না। ফলে আওয়ামীলীগের ভোটাররা বড় একটা ফ্যাক্টর। হাট-বাজার জনবহুল এলাকা চা স্টল সহ সর্বত্র চলছে নির্বাচন নিয়ে হিসাব-নিকাশ।
আরও পড়ুনএদিকে,এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্টভাবে গ্রহণের লক্ষে গত বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা ২-অধি শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত পত্রে সকল প্রকার নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারণের জন্য প্রজ্ঞাপন জারী করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহনের জন্য নির্দেশনা প্রদান করেন।
আজ রোববার (১৪ ডিসেম্বর) উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ জানান, নির্বাচন তফশিল ঘোষণার পর পরই সম্ভাব্য প্রার্থীরা নিজেরাই তাদের উপজেলার সকল স্থান থেকে পোস্টার, ব্যানার, বিল বোর্ড সরিয়ে নিয়েছেন।
মন্তব্য করুন





_medium_1765728192.jpg)


