ভিডিও রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৪ ডিসেম্বর, ২০২৫, ১০:১৬ রাত

আবারও ঝুলে গেল বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা

আবারও ঝুলে গেল বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা। ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : বিজয় দিবসের আগেই বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে উন্নীত করার কথা বলা হলেও বাস্তবে তা হচ্ছেনা। চলতি বছরে নয়, জাতীয় নির্বাচনের আগে বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা হওয়ার কোন সম্ভবনা নাই।

সিটি কর্পোরেশন ঘোষণার আগে প্রাশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এর অনুমোদন প্রয়োজন কিন্তু বর্তমানে প্রাক নিকার কমিটির সভাও হয়নি। সুতারাং অচিরেই বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা নাও হতে পারে।

গত ২০ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান বগুড়ায় আসেন। তিনি বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার সম্ভবতা যাচাই এবং বগুড়ার পৌরসভার গুরুত্বপূর্ন এলাকা পরিদর্শন করেন।

এসময় তিনি বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথায় সাংবাদিকদের বলেছিলেন মহান বিজয় দিবসের আগেই বগুড়াবাসী আরও একটি খুশির সংবাদ পাবে। তিনি বলেছিলেন ১৬ ডিসেম্বরের মধ্যে বগুড়া সিটি কর্পোরেশন হচ্ছে।

যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান আরও বলেছিলেন বগুড়া সিটি কর্পোরেশন বাস্তবায়নের পথে। বগুড়া পৌরসভা অনেক আগেই সিটি কর্পোরেশন হওয়ার যোগ্যতা অর্জন করেছে। সরকারি রাজস্ব নিয়ে বহু আগেই সিটি কর্পোরেশন হওয়ার শর্ত পূরণ করেছে এই পৌরসভা। এজন্য সিটি কর্পোরেশন হওয়ার সকল যোগ্যতা রয়েছে বগুড়ার।

আরও পড়ুন

পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার জন্য যে ৮ টি বিশেষ যোগ্যতা প্রয়োজন তার সব আছে বগুড়া পৌরসভার। বছরে ৫ কোটি টাকা রাজস্ব আদায় করতে হয় কিন্তু বগুড়া পৌরসভার ৪০ কোটি টাকা আয় করে। জনবলের দিক থেকেও সেই শর্ত পূরণ করেছে আয়তনের দিক থেকেও পৌরসভাটি অনেক বড় শিল্পকারখানা, অবকাঠামোগত বিষয়ে বগুড়া সিটি কর্পোরেশন হওয়ার দিক থেকে অনেক এগিয়ে।

এদিকে আজ রোববার (১৪ ডিসেম্বর) খোঁজ নিয়ে জানা গেছে সিটি কর্পোরেশন হওয়ার জন্য প্রথমে প্রি নিকার এবং পরে নিকার কমিটিতে অনুমোদন হবে। গত ২৭ আগস্ট প্রাক নিকার কমিটি গঠিত হলেও নতুন কমিটির সভা অনুষ্ঠিত হয়নি। এই কমিটি নতুন প্রশাসনিক কাঠামো গঠনের সুপারিশ করবে। প্রাক নিকার কমিটির সুপারিশের ভিত্তিতে প্রাশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) কমিটি তা অনুমোদন করবে।

আজ রোববার (১৪ ডিসেম্বর) পর্যন্ত প্রাক নিকার ও নিকার কমিটির কোন সভা আহবান করা হয়নি। সদ্য বিদায়ী জেলা প্রশাসক যিনি বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করতে অগ্রণী ভূমিকা  পালন করেছেন, বর্তমানে যুগ্ম সচিব হোসনা আফরোজার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, তার জানা মতে বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণার ফাইল নিকার কমিটির কাছে রয়েছে। সভা হলেই তা অনুমোদন হবে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হলে হবে হতে পারে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা এখানে কোন বাধা নয়।

বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জানান, নির্বাচনের আগে নিকার কমিটির সভা হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। নিকার কমিটির সভা নাও হতে পারে। সব কিছু এখন নির্বাচন কেন্দ্রিক হয়ে আছে। নির্বাচনের আগে সিটি কর্পোরেশন ঘোষণা নাও হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও ঝুলে গেল বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা

ফের বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

বগুড়া রেলওয়ে স্টেশনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক

বুদ্ধিজীবী দিবসে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানালেন শ্রদ্ধা জানাতে আসা নেতাকর্মীরা

বুদ্ধিজীবী দিবসে রাজাকার ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ করতে পারলেই মিলছে পুরস্কার

ডাব খেয়ে গাছের চূড়ায় যুবকের ঘুম, উদ্ধার করলো ফায়ার সার্ভিস