দিনাজপুরে ঘরে ঢুকে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে গভীর রাতে ঘরে ঢুকে দানিউল ইসলাম (৫৫) নামক এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার আরজি চৌপুকুরিয়া জিন্দাপীর মেলা সংলগ্ন এলাকায় শয়নঘরে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত দানিউল ইসলাম উপজেলার সাতোর ইউনিয়নের আরাজি চৌপুকুরিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
গতকাল শুক্রবার তিনি গ্রামের বাড়িতে আসেন। কাজের লোক রফিকুল ইসলাম ও স্ত্রী নুরজাহান বেগম বাড়ি এবং নিহত দানিউল ইসলামের দেখাশোনা করত। পরিবার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে খাওয়া দাওয়া শেষে তার শয়নকক্ষে ঘুমিয়ে পড়ে। আজ শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কাজের লোক রফিকুল ইসলাম দানিউল ইসলামের বাড়িতে এসে শয়নকক্ষের বিছানায় মনিবের রক্তাক্ত দেহ দেখতে পায়।
তার চিৎকারে প্রতিবেশীরা জানতে পেরে পুলিশে খবর দেয়। ২০০৩ সালে ডিসেম্বর মাসের ১৬ তারিখে নিহতের চাচা ইউপি চেয়ারম্যান মহসিন আলী রাঙা একইভাবে নির্মম হত্যাকান্ডের শিকার হয়েছিলেন।
আরও পড়ুনএব্যাপারে থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল শাওন কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মন্তব্য করুন








