আগামীকাল ডেন্টাল-মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল আগামীকাল রবিবার দুপুরের পর পর প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. নাজমুল হোসেন। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে হতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে একযোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা শুরু হয়। চলে ১১টা ১৫ মিনিট পর্যন্ত। এবার পরীক্ষার সময় গত বছরের তুলনায় ১৫ মিনিট বাড়িয়ে ১ ঘণ্টা ১৫ মিনিট করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভর্তি পরীক্ষায় ৯৮ দশমিক ২২ শতাংশ শিক্ষার্থী নেয়। সে হিসাবে অনুপস্থিতির হার ১ দশমিক ৭৮ শতাংশ।
আরও পড়ুনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর ৩৭টি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৫ হাজার ৬৪৫। এর মধ্যে এমবিবিএস ৫ হাজার ১০০ এবং বিডিএস ৫৪৫ জন। আর ৬৬টি বেসরকারি মেডিকেলে আসন সংখ্যা ৭ হাজার ৪০৬ জন। যার মধ্যে এমবিবিএস ৬ হাজার ১টি এবং বিডিএস ১ হাজার ৪০৫টি। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে মোট আসন ১৩ হাজার ৫১। এর মধ্যে এমবিবিএস কোর্সে ১১ হাজার ১০১ এবং বিডিএস কোর্স ১ হাজার ৯৫০টি আসন রয়েছে।
নির্ধারিত আসনের বিপরীতে এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষায় অংশগ্র নেয়ার জন্য আবেদন করেছিলেন মোট এক লাখ ২২ হাজার ৬৩২ জন। এর মধ্যে ৪৯ হাজার ২৮ জন ছেলে এবং ৭৩ হাজার ৬০৪ জন মেয়ে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1765468993.jpg)



