ভিডিও শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৫:৪৫ বিকাল

চট্টগ্রামে লায়ন্স প্রাক্তন জেলা গভর্ণর সম্মাননা

চট্টগ্রামে লায়ন্স প্রাক্তন জেলা গভর্ণর সম্মাননা

প্রাক্তন জেলা গভর্ণররা হলো মসৃণ ও মানবিক লায়নিজমের গতিপথ নির্ধারণের অন্যতম সারথী। তাঁদের দেখানো পথে বর্তমানের লায়ন্সদের কর্মযজ্ঞ পরিচালিত হয়। একটি আদর্শিক ও মানবিক সমাজ বির্নিমানে লায়ন্সের যে অগ্রযাত্রা, তাতে প্রাক্তন জেলা গভর্ণরদের রেখে যাওয়া সাফল্য আর পরামর্শ অনুসরণ ও অনুকরণ করলে সাফল্য অর্জিত হয় বলে দাবি করেছেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর চলতি সেবা বর্ষের গভর্ণর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু পিএমজেএফ।

শুক্রবার (১২ ডিসেম্বর) চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত প্রাক্তন জেলা গভর্ণরদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, প্রাক্তন জেলা গভর্নররা লায়ন্স জেলার প্রাণ। তাদের সেবাবর্ষের সময় লায়নিজমের পতাকা বহন করেছেন। সেই পতাকাতলে আমাদের এই লায়ন্স জেলা একটি সুন্দর বছর অতিবাহিত করেছে। তাদের দেখানো পথ ধরেই আমাদের এই লায়ন্স জেলা উত্তরোত্তর সফলতা দেখা পেয়েছে, সামনে আরো এগিয়ে যাবে। প্রাক্তণ জেলা গভর্ণর সম্মাননা অনুষ্ঠান কমিটির চেয়ারম্যান লায়ন আমজাদ হোসেন চৌধুরীর স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সদ্য প্রাক্তন জেলা গভর্ণর লায়ন কোহিনুর কামাল, প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন কামরুজ্জামান লিটন, দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দীকি।

আরও পড়ুন

প্রাক্তন জেলা গভর্ণরদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন জেলা গভর্ণর লায়ন এম এ মালেক, লায়ন রুপম কিশোর বড়ুয়া, লায়ন আলহাজ্ব রফিক আহমেদ, লায়ন ডা: শ্রী প্রকাশ বিশ্বাস, লায়ন মো. কবির উদ্দিন ভূঁইয়া, লায়ন এস এম সামসুদ্দিন, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন মো. মোস্তাক হোসাইন, লায়ন শাহ আলম বাবুল, লায়ন নাছির উদ্দিন চৌধুরী, লায়ন কামরুন মালেক, লায়ন সুকান্ত ভট্টাচার্য, লায়ন আল সাদাত দোভাষ, লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেবিনেট সেক্রেটারী লায়ন আবু মোরশেদ, ট্রেজারার লায়ন গাজী মোঃ শহিদুল্লাহ, অনুষ্ঠান উদযাপন কমিটির সেক্রেটারী লায়ন একেএম সালাহউদ্দিন, ট্রেজারার লায়ন এম এ মুছা বাবলু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে লায়ন্স প্রাক্তন জেলা গভর্ণর সম্মাননা

হাদির হত্যাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

চামড়া শিল্পের অপার সম্ভাবনা, সংকটে দিশেহারা

দৃষ্টিদূষণ কালচার

ইনকিলাব মঞ্চের বি'ক্ষো'ভ মিছিল