হাদিকে নিয়ে অভিনেত্রী চমকের বার্তা
করতোয়া বিনোদন: ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গতকাল শুক্রবার রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলি করা হয়েছে। হাদির ওপর হামলার ঘটনায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। সেই তালিকায় আছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে চমক লিখেছেন, হাদি হয়তো ফিরবে, আরো জোরালো গর্জনে। আর যদি না ফেরে, তার নামটাই হয়ে যাবে নতুন প্রজন্মের যুদ্ধ ঘোষণা।চমকের পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই নিজের মত দিয়েছেন। একজন লিখেছেন, যথার্থ বলেছেন। অন্যজন বলেছেন, হাদি ভাইকে ফিরতেই হবে।এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গতকাল শুক্রবার রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। শুরুতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গুলি মাথার এক পাশ দিয়ে অপর পাশ হয়ে বের হওয়ায় ব্যাপক রক্তক্ষরণ হয়। কার্ডিয়াক এরেস্ট হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।
আরও পড়ুন
মন্তব্য করুন

_medium_1765556999.jpg)
_medium_1765531328.jpg)
_medium_1765529440.jpg)

_medium_1765527727.jpg)
_medium_1765521858.jpg)


