বগুড়ার শাজাহানপুরে নিখোঁজের ৫দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী শিশুর লাশ
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: শাজাহানপুরে বাড়ির উঠানে খেলার সময় হঠাৎ নিখোঁজ হওয়ার ৫দিন পর বাড়ির পাশের পুকুরে পাওয়া গেল প্রায় ৩ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী শিশু তাওহীদ হাসানের লাশ। তাওহীদ হাসান উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়ড়াদিঘী গ্রামের মালয়েশিয়া প্রবাসী সোহেলের ছেলে। গত ৮ ডিসেম্বর সোমবার সকাল ৯টার দিকে নিজ বাড়ির উঠানে খেলতে গিয়ে সে নিখোঁজ হয়।
তাওহীদের মামা তরিকুল ইসলাম জানান, ৩ ভাইবোনের মধ্যে তাওহীদ সবার ছোট। ২ বছর ৯ মাস বয়স হলেও মাত্র ৬-৭ মাস আগে সে হাঁটতে শুরু করে। এছাড়া ‘মা ডাক’ ছাড়া ভালোভাবে কথা বলাও শিখেনি। সোমবার সকালে নিজ বাড়ির উঠান থেকে নিখোঁজের পর তাওহীদের মা সম্পা বেগম ওই দিন বিকেলে শাজাহানপুর থানায় সাধারণ ডায়েরি করেন।
আরও পড়ুনসেইসাথে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেন। একপর্যায়ে আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে তাওহীদের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। শাজাহানপুর থানার ওসি মোহা: তৌহিদুল ইসলাম জানান, মাগরিবের নামাজের পর শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন








