ঢাকায় বগুড়া ডিবির অভিযান, পুলিশ পরিচয়ে ছিনতাই করা প্রাইভেট কারসহ ডাকাত সদস্য গ্রেফতার
স্টাফ রিপোর্টার: জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বগুড়া’র বিশেষ অভিযানে ঢাকা থেকে আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য হেলাল আহমেদকে গ্রেফতার এবং ছিনতাইকৃত একটি টয়োটা এক্সিও ফিল্টার প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।
বগুড়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল বাহার এর তত্ত্বাবধানে এসআই মোঃ ফজলুল হকের নেতৃত্বে সদর থানার পুলিশসহ একটি টিম তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকার আশুলিয়া থানাধীন ধলপুর গ্রামে অভিযান চালিয়ে ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত আসামি মোঃ হেলাল আহমেদ (৪৫)কে গ্রেফতার করে।
সেইসাথে তার মালিকানাধীন গ্যারেজ হতে আসামির দেখানো ও বাদির শনাক্তমতে ছিনতাই হওয়া ১টি সাদা রংয়ের টয়োটা এক্সিও ফিল্টার প্রাইভেটকার উদ্ধার করা হয়। ডিবি সূত্র জানায়, মামলার বাদি গত ৯ ডিসেম্বর রাত সাড়ে ১২টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা এলাকা হইতে যাত্রী আনার উদ্দেশ্যে রওনা হয়ে পথিমধ্যে তন্দ্রাচ্ছন্ন হয়ে রাত সোয়া ৩টার দিকে বগুড়া সদরের গোকুল উত্তরপাড়া মহাস্থান ফিলিং ষ্টেশন সংলগ্ন টায়ার রিপিয়ারিং দোকানে সামনে বিশ্রামের জন্য অবস্থান করছিলেন।
আরও পড়ুনকিন্তু রাত ৩টা ৪০ মিনিটের দিকে অজ্ঞাতনামা ৬/৭ জন ডাকাত পুলিশ পরিচয়ে বাদির প্রাইভেটকার তল্লাশি করে কিছু না পেয়ে বাদিকে জোরপূর্বক ডাকাত দলের হাইস মাইক্রোবাসে তোলে এবং বাদির ব্যবহৃত প্রাইভেট কারটি ছিনিয়ে নিয়ে চলে যায়। পরবর্তীতে ডাকাতদলের সদস্যগণ বাদিকে এলোপাথারি মারপিট করে রংপুরের মিঠাপুকুর থানা এলাকায় ফেলে রেখে চলে যায়।
পরবর্তীতে বগুড়া জেলা পুলিশ সুপার মোঃ শাহাদাত হোসেন, পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় মামলাটি বগুড়া সদর থানার পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (ডিবি), বগুড়া ছায়াতদন্ত শুরু করে। এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সহযোগিতায় ডিবি ঢাকার ওই এলাকায় অভিযান চালিয়ে ডাকাতদলের সদস্য হেলাল আহমেদকে গ্রেফতার করে। সেইসাথে কারটি উদ্ধার করে।
মন্তব্য করুন









