ভিডিও শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১২ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩১ রাত

বগুড়ার ধুনটে গাছ থেকে কাঠুরিয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

বগুড়ার ধুনটে গাছ থেকে কাঠুরিয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় বাড়ির পাশে জিগা গাছের ডাল থেকে আজাহার আলী (৭০) নামে এক কাঠুরিয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের বগা-জোলাগাতী গ্রাাম থেকে তার মৃতদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। নিহত আজাহার আলী বগা-জোলাগাতী গ্রামের ছবদের আলীর ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজাহার আলী একজন কাঠুরিয়া। তিনি কাঠ কাটার কাজের পাশাপাশি কৃষি শ্রমিকের কাজ করেন। গত বৃহস্পতিবার রাতে পার্শ্ববর্তী জোলাগাতী মাজারে ওরশ মাহফিলে যান আজাহার আলী। কিন্ত রাতে আর বাড়িতে ফিরে আসেননি। এ অবস্থায় শুক্রবার সকাল ৬টায় স্থানীয়রা আজাহার আলীর মৃতদেহ বাড়ির পাশে গাছের ডালে ঝুলতে দেখে স্বজনদের খবর দেন।

নিহতের ছেলে জুয়েল রানা দাবি করেন, তার বাবা দীর্ঘদিন ধরে মানুষিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। তার কথাবার্তা ও চাল-চলনে অসংলগ্ন ভাব রয়েছে। তার বাবার কোন শত্রু ছিল না। পরিবারের ধারণা আজাহার আলী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন

ধুনট থানার এসআই মুনজুর মোর্শেদ মন্ডল বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে। আজাহার আলীর মৃতদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবদনে তার মৃত্যুর কারণ জানা যাবে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে গাছ থেকে কাঠুরিয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নতুন করে ফ্যাসিজম বা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইলে যথাযথ জবাব পাবেন: শফিকুর

আ.লীগের ‘সন্ত্রাসী নেটওয়ার্কের’ বিরুদ্ধে কঠোর অভিযানের আহ্বান এনসিপির

বগুড়ার সোনাতলায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঢাবির সাবেক শিক্ষার্থী ও স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন ঢাবি উপাচার্য

জয়পুুরহাটের ধরঞ্জী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ