বিএনপি ক্ষমতায় গেলে চরাঞ্চল আর শহরের মধ্যে কোনও পার্থক্য থাকবে না : সাবেক এমপি কাজী রফিক
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বলেন, ইনশাআল্লাহ জনগণের ভোটে আগামি সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে। বিএনপি সরকার গঠন করলে চরাঞ্চলের মানুষের উন্নয়নে সবচেয়ে বেশি কাজ করা হবে, তাদের দ্বারে দ্বারে সরকারের সকল প্রকার নাগরিক সুবিধা পৌঁছে দেয়া হবে।
চরাঞ্চলের মানুষের শিক্ষায় সেখানে একটি কলেজ, কয়েকটি উচ্চ বিদ্যালয়, কয়েকটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। একটি হাসপাতাল এবং ফাঁড়ি থানা স্থাপন করা হবে। শহর এবং চরের মধ্যে তখন কোনও পার্থক্য থাকবে না, শহরের মতো সকল ধরনের সুবিধা চরাঞ্চলের মানুষদের দেয়া হবে। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রামনগর গ্রামে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও উঠান বৈঠকে তিনি উপরোক্ত কথা বলেন।
আরও পড়ুনওয়ার্ড বিএনপির সভাপতি সামছুল আলমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন, উপজেলা যুবদলের আহ্বায়ক মুহিদুল ইসলাম মুন্সি, যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, বিএনপি নেতা আক্তারুজ্জামান বুলবুল, উপজেলা কৃষকদলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডা, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শুভ, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান প্রমুখ।
মন্তব্য করুন








_medium_1765551932.jpg)