ঠাকুরগাঁওয়ে গাড়ি চালকের আত্মহত্যা
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে সংসারের অভাব অনটনে রাসেল(৪০) নামে এক গাড়ি চালক আত্মহত্যা করেছে। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের পতডোবা গ্রামে ঘটনাটি ঘটে। সে হরিপুর ৫নং ইউনিয়নের কুশগাঁও গ্রামের আব্দুল গাফফারের ছেলে।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় পরিবারের লোকজনের অগোচরে নিজ শয়ন ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে রাসেল।
আরও পড়ুনসংসারের অভাব অনটনের কারণে ঋণগ্রস্ত হয়ে পড়েছিল বলে জানা যায়। হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।
মন্তব্য করুন








