অবৈধভাবে ২ কোটি টাকার সম্পদ অর্জন
রেলের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মোতলেবের বিরুদ্ধে দুদক’র মামলা
কোর্ট রিপোর্টার : জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৪ লাখ ৫৫ হাজার ৮৭৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ রেলওয়ে (পশ্চিমাঞ্চল) রাজশাহীর প্রশাসনিক প্রধানের কার্যালয়ের সাবেক সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোতালেব হোসেনকে (বর্তমানে অবসরপ্রাপ্ত) আসামি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনসহ দুর্নীতি প্রতিরোধ আইনে দুদক বগুড়া জেলা কার্যালয়ে মামলা করা হয়েছে। মোতালেব হোসেন বগুড়ার সোনাতলা উপজেলার হলিদাবগার মৃত মোকছেদ আলীর ছেলে।
দুদক জেলা কার্যালয় বগুড়ার উপসহকারী পরিচালক মো. রোকনুজ্জামান বাদি হয়ে মোতালেব হোসেনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। গত ১ ডিস্বের বগুড়া জেলা কার্যালয়ে উপসহকারী পরিচালক সাজ্জাদ হোসেন মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ওই আসামির বিরুদ্ধে অভিযোগ বিষয়ে দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে মোতালেব হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিক অনুসন্ধান করার জন্য গত বছরের ৩১ ডিসেম্বর দুদক বগুড়ার জেলা কার্যালয়ের উপ পরিচালককে নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুনঅভিযোগের অনুসন্ধানকালে মোতালেব রেলওয়েতে কর্মরত থাকাকালে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৪ লাখ ৫৫ হাজার ৮৭৬ টাকা মূল্যের সম্পদ অর্জন করে নিজ দখলে রেখেছেন। এরপরে দুদক প্রধান কার্যালয়ের গত ১৮ নভেম্বর সইকৃত মামলা দায়েরে অনুমোদনপত্র পাওয়ার পর বাদি ওই আসামির বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।
মন্তব্য করুন








