ভিডিও রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪০ বিকাল

পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে হারিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। সিরিজের তৃতীয় ম্যাচে নিয়ন্ত্রিত বোলিং ও দায়িত্বশীল ব্যাটিংয়ে সফরকারীদের ৭ উইকেটে পরাজিত করেছে জুনিয়র টাইগ্রেসরা।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরেছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচের এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজে লিড নিল স্বাগতিকরা।

টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের চাপে পড়ে পাকিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দলটি মাত্র ২৪ রানেই হারায় ৩ উইকেট। এরপর আরও বিপর্যয় নেমে আসে, ৩১ রানেই পড়ে যায় ৫ উইকেট।

শেষ পর্যন্ত বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৮৬ রান তোলে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন ইমান নাসির, আর মেমুনা খালিদের ব্যাট থেকে আসে ১৯ রান। বাংলাদেশের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন হাবিবা ও অতশী— দুজনেই শিকার করেন ২টি করে উইকেট।

আরও পড়ুন

 

৮৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য ভালো শুরু পায়নি বাংলাদেশও। দলীয় ৮ রানে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় স্বাগতিকরা।

তবে তৃতীয় উইকেটে দৃঢ়তা দেখান জান্নাত ইমান্তা ও সাদিয়া ইসলাম। দুজনের জুটিতে ম্যাচের ছবি পাল্টে যায়। সাদিয়া ইসলাম ২৮ বলে ৩৫ রান করে আউট হলেও অন্য প্রান্তে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন জান্নাত ইমান্তা। ২৫ বলে ৩০ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।

শেষ পর্যন্ত ৩৯ বল ও ৭ উইকেট হাতে রেখেই সহজ জয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

রেলের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মোতলেবের বিরুদ্ধে দুদক’র মামলা

মোবাইল ফোনের ক্ষেত্রে সরকারের নয়া সিদ্ধান্তে ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ

ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার বিকল্প নেই : অধ্যক্ষ শাহাবুদ্দিন

যা নিয়ে ব্যস্ত আবুল হায়াত

লিজার সঙ্গে একইমঞ্চে মুগ্ধতা ছড়ালেন মিতালীও