ভিডিও রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০১:১১ দুপুর

তোরেসের হ্যাটট্রিকে বড় জয় বার্সা’র

তোরেসের হ্যাটট্রিকে বড় জয় বার্সা’র, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : রিয়াল বেটিসকে ৫-৩ ব্যবধানে হারিয়ে লা লিগায় টানা তৃতীয় জয়ের স্বাদ পেল বার্সেলোনা। এই জয় মোটামুটি প্রথমার্ধেই নিশ্চিত হয়ে গিয়েছিল ফেরান তোরেসের দুর্দান্ত হ্যাটট্রিকে। বার্সা সেই অর্ধেই পেয়ে যায় ৪ গোল।

প্রথমে ম্যাচের ষষ্ঠ মিনিটে এগিয়ে গিয়েছিল রিয়াল বেটিসই। অ্যান্টনি গোল করে লিড এনে দেন বেটিসকে। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ১১ ও ১৩ মিনিটে পরপর দুই গোল করে বার্সেলোনাকেই লিডে নিয়ে যান ফেরান তোরেস। এরপর ৩১ মিনিটে রুনি বারদগি বার্সার হয়ে লা লিগায় প্রথম গোল করলে ম্যাচের স্কোর হয় ৩-১। ৪০ মিনিটে আবারও প্রতিপক্ষকে বিপদে ফেলেন তোরেস। দেখা পান নিজের তৃতীয় ও দলের চতুর্থ গোলের। ফলে প্রথমার্ধেই তিনি পূর্ণ করে ফেলেন হ্যাটট্রিক।

আরও পড়ুন

দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে লামিনে ইয়ামাল পেনাল্টি থেকে গোল করলে এবার ৫-১ ব্যবধানে এগিয়ে যায় কাতালানরা। প্রথমার্ধেই জয় নিশ্চিত হওয়ার পর ইয়ামালের এই গোল সম্ভাবনা জাগায় ব্যবধান আরও বড় হওয়ার। তবে সেটি না হলেও বেটিস চেষ্টা চালায় ম্যাচে ফেরার। সেই প্রচেষ্টায় আরও দুটি গোলের দেখাও পায় তারা। ৮৫ মিনিটে কর্নার থেকে দিয়েগো ইয়োরেন্তে ব্যবধান কমান। পাঁচ মিনিট পর কুচো হার্নান্দেজ পেনাল্টি থেকে আরেকটি গোল করেন। তবে শেষ পর্যন্ত তা আর যথেষ্ট হয়নি, বার্সা জয় ধরে রাখে।

১৬ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৩৬ পয়েন্ট। আর ২৪ পয়েন্ট নিয়ে রিয়াল বেটিস রয়েছে পঞ্চম স্থানে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তোরেসের হ্যাটট্রিকে বড় জয় বার্সা’র

পাঁচ কলেজ শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধ

রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে গলা কেটে হত্যা

Robolution-2025 প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়

ফরিদপুর ভাঙ্গায় গাড়িচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

আওয়ামী লীগ দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে