ভিডিও রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:২২ বিকাল

লিজার সঙ্গে একইমঞ্চে মুগ্ধতা ছড়ালেন মিতালীও

লিজার সঙ্গে একইমঞ্চে মুগ্ধতা ছড়ালেন মিতালীও

অভি মঈনুদ্দীন : স্টেজ শো’র এই মৌসুমে যদিও দেশজুড়ে প্রতিনিয়ত অনেক স্টেজ শো হবার কথা, কিন্তু সেই তুলনায় সারা দেশজুড়ে স্টেজ শো’র সংখ্যা আনুপাতিক হারে খুউব কম। তবে গত বছরের তুলনায় এই বছর শিল্পীরা টুকটাক শো করছেন। আবার মাঝে মাঝে কিছু শো হঠাৎ করে বাতিলও হয়ে যাচ্ছে। এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী সানিয়া সুলতানা লিজা এরইমধ্যে বেশকিছু স্টেজ শো’তে পারফর্ম করেছেন। গানে গানে শ্রোতা দর্শককে মুগ্ধ করেছেন তিনি।

সর্বশেষ তিনি গত শুক্রবার সিলেটের বিমানবন্দর রোডে অবস্থিত ‘গ্র্যাণ্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট’-এ আয়োজিত এক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন। যথারীতি লিজা তার কন্ঠের মৌলিক গান গাওয়ার পাশাপাশি দর্শকের অনুরোধের গানও গেয়েছেন। তবে লিজা মঞ্চে উঠে গাইবার আগে সিলেটের স্থানীয় শিল্পী মিতালী দাসও গানে গানে শ্রোতা দর্শককে মুগ্ধ করেছেন। মিতালী শুরুতে কয়েকটি আধুনিক গান গাওয়ার পর মরমী কবি হাছন রাজা, বাউল সম্রাট শাহ আব্দুল করিম ও ধামাইল গানের প্রবর্তক লোককবি, সাধক কবি রাধা রমন দত্তের গানও পরিবেশন করেন।

লিজা বলেন,‘ ভীষণ ভালোলাগলো সিলেটে এবার এসে। সত্যি বলতে কী সিলেট আসলে আমার সবসময়ই ভীষণ ভালোলাগে। তবে আরেকটু সময় নিয়ে আসলে ভালো হতো। কারণ শো শেষেতো আসলে ঢাকায় ফিরে যাবার তাড়া থাকে। একটু সময় নিয়ে ঘুরতে পারলে ভালোলাগতো। আর মিতালীর গান আমি শুনেছি, বেশ ভালো গায় মিতালী। তার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।’ মিতালী দাস বলেন,‘ কী ভীষণ অমায়িক, ভীষণ বিনয়ী- হাস্যোজ্জ্বল একজন শিল্পী লিজা আপু। তার পারফর্ম্যান্স এক কথায় অসাধারন ছিলো। তার গান শুনে আমি ভীষণ মুগ্ধ। আরো বেশি ভালোলাগার ছিলো যে তিনি যে মঞ্চে মুগ্ধতা ছড়িয়েছেন একই মঞ্চে আমারও গাইবার সুযোগ হলো। আমি একজন সত্যিকারের শিল্পীই হবার স্বপ্ন দেখি। আগামীতে শুধু সিলেটে নয়, দেশের আনাচে কানাচে-দেশের বাইরেও গানে গানে মুগ্ধতা ছড়ানোর স্বপ্ন দেখি।’

আরও পড়ুন

এদিকে লিজা আগামী ১৩ ডিসেম্বর রাজধানীতে এবং ৩১ ডিসেম্বর বগুড়াতে স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করবেন। মিতালী দাসের মা ছায়া দাস (যুক্তরাজ্য প্রবাসী কবিতা আলীর প্রিয় বান্ধবী) , বাবা সুমন কুমার দাস। তিনি পড়ছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিবিএ-তে (তৃতীয় বর্ষে)। বিপ্রদাস ভট্টাচার্য্য’র কাছে অর্ধযুগ ধরে উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নিচ্ছেন।

এছাড়াও পণ্ডিত বলরাম দাস, রানা সিনহা, হিমাদ্রী বিশ্বাসের কাছেও গানে তালিম নিয়েছেন তিনি। শেষ করেছেন বাংলাদেশ শিশু একাডেমি, শিল্পকলার কোর্সও। তার প্রকাশিত মৌলিক গানের মধ্যে উল্লেখযোগ্য হলো ‘আমার প্রিয় যায়’। এছাড়াও আরো বেশকিছু গান ইউটিউবে প্রকাশিত আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যা নিয়ে ব্যস্ত আবুল হায়াত

লিজার সঙ্গে একইমঞ্চে মুগ্ধতা ছড়ালেন মিতালীও

জাতীয় নির্বাচনের দিন সাধারণ ছুটি

সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার

খাদ্যে ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রধান উপদেষ্টার

বগুড়ার নন্দীগ্রামে লেপ-তোষকের চাহিদা বেড়েছে, বাড়েনি কারিগরদের মজুরি