রংপুরের তারাগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে অটোরিকশা চালক নিহত
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় গোলাম মোস্তাফা (৪০) নামের এক অটোচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সিএনজি চালিত অটোরিকশার ও মোটরসাইকেল সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের উপজেলার ব্রাদার্স কোল্ড স্টোরেজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা উপজেলার কুর্শা ইউনিয়নের জয়বাংলা গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় রংপুর-দিনাজপুর মহাসড়ক দিয়ে সিএনজি অটোচালক গোলাম মোস্তফা তারাগঞ্জ চৌপথীস্থ বাসস্ট্যান্ড থেকে স্থানীয় বিলিং লেদার (জুতা কোম্পানি) ফ্যাক্টরীতে যাত্রী আনার জন্য যাচ্ছিলেন। এসময় অপরদিকে থেকে ঘটনাস্থলে মোটরসাইকেল সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিএনজি অটো চালক গোলাম মোস্তফা নিহত হন।
আরও পড়ুনঅপরদিকে মোটরসাইকেল আরোহী অজ্ঞাতনামা গুরুতর আহত হলে স্থানীয় লোকজন রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়। তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত সিএনজি ও মোটরসাইকেল থানার হেফাজতে নেয়া হয়েছে।
মন্তব্য করুন









