ভিডিও বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৪ বিকাল

রংপুরের বাজারে কমেছে মুরগি-কাঁচা মরিচের দাম

রংপুরের বাজারে কমেছে মুরগি-কাঁচা মরিচের দাম

রংপুর জেলা প্রতিনিধি: রংপুরের বাজারে কমেছে মুরগির দাম, সেইসাথে দাম কমেছে কাঁচামরিচের। তবে অপরিবর্তিত রয়েছে ডিম, পেঁয়াজ, চাল-ডাল, মাছ-মাংসসহ অধিকাংশ সবজির দাম।

নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির দাম সামান্য কমে ১৫০-১৬০ টাকা, পাকিস্তানি সোনালী মুরগি ২৮০-৩০০ টাকা থেকে কমে ২৫০-২৭০ টাকা এবং দেশি মুরগি ৫০০-৫২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে গরুর মাংস অপরিবর্তিত ৭২০-৭৫০ টাকা এবং খাসির মাংস ১১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে খুচরা বাজারে প্রতিকেজি কাঁচামরিচ গতকাল বৃহস্পতিবার বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা। যা গত সপ্তাহে ছিল ১১০ থেকে ১২০ টাকা। এছাড়া পেঁয়াজ গত সপ্তাহের মতোই ৯০ থেকে ১০০ টাকা, পাতা পেঁয়াজ ৫০-৬০ টাকা, দেশি আদা ১২০-১৪০ টাকা, আমদানিকৃত আদা ১৪০ টাকা, দেশি রসুন ৮০-১০০ টাকা, আমদানিকৃত রসুন ১৮০-২০০ টাকা, শুকনা মরিচ ৩৫০-৪০০ টাকা এবং প্রকারভেদে শাকের আঁটি ১৫ থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন

কামালকাছনা বাজারের সবজি বিক্রেতা আজিজুল ইসলাম বলেন, কিছু সবজির দাম কমলেও দুই-একটা সবজির দাম বেড়েছে। মূলত যে সব সবজির মৌসুম শেষ দিকে তার সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। এদিকে পোল্ট্রি মুরগির ডিমের হালি দোকানভেদে ৩৮-৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

চালের বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের মতোই স্বর্ণা (মোটা) ৪৮-৫০ টাকা, স্বর্ণা (চিকন) ৫৮-৬০ টাকা, বিআর২৮- ৭০-৭৫ টাকা, বিআর২৯- ৬০-৬৫ টাকা, জিরাশাইল ৭২-৭৫ টাকা, মিনিকেট ৮২-৮৫ এবং নাজিরশাইল ৮৫-৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের বাজারে কমেছে মুরগি-কাঁচা মরিচের দাম

নওগাঁর বদলগাছীতে কমলা চাষে পলাশের বাজিমাত

পুলিশ কমিশন অধ্যাদেশ পাস করা হয়েছে : সৈয়দা রিজওয়ানা হাসান 

শ্রীবরদীতে শ্রেণিকক্ষের তালা ভেঙে বার্ষিক পরীক্ষা নিলেন ইউএনও

বগুড়ায় ৫টি ধারালো অস্ত্রসহ ২ যুবক গ্রেফতার

২৪ ঘণ্টার মধ্যে আইজিপিকে অপসারণে আইনি নোটিশ