বগুড়ায় ৫টি ধারালো অস্ত্রসহ ২ যুবক গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ায় ৫টি ধারালো অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে সদরের বড় সরলপুর ধাপপাড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
পুলিশ সূত্র জানায়, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, সদর সার্কেল বগুড়ার নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বড় সরলপুর গ্রামে অভিযান চালিয়ে মৃত হেলাল উদ্দিনের ছেলে তৌফিক আল সানি (২০)কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এরপর তার ঘর হতে ৪টি ধারালো দেশীয় অস্ত্র ও একটি কাঠের হকিস্টিক উদ্ধার করা হয়। পরে ধৃত তৌফিক আল সানির অপর সহযোগী মোঃ নাজিম (১৮)কেও গ্রেফতার করে একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়। ধৃত নাজিম সদরের দিঘলকান্দি পশ্চিমপাড়ার মোঃ আনোয়ারের ছেলে। গ্রেফতার এই ২ জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুন
মন্তব্য করুন



_medium_1764849023.jpg)
_medium_1764848793.jpg)




