নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর-ঈশ্বরদী সড়কের নুরুল্লাপুর নামক স্থানে শ্যালো ইঞ্জিন চালিত ভ্যান গাড়ির ধাক্কায় মাহি (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় সাদ আহমেদ (৪০) ও আব্দুল হাকিম (৫০) নামের আরও দুইজন আহত হয়েছেন। নিহত মাহি নুরুল্লাপুর গ্রামের কামাল হোসেনের ছেলে। গতকাল মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, নিহত মাহি, আহত সাদ আহমেদ ও আব্দুল হাকিম সড়কের পাশ দিয়েনুরুল্লাপুর বড় মসজিদে ফজরের নামাজ পড়তে যাচ্ছিলেন। এসময় ঈশ্বরদীগামী শ্যালো ইঞ্জিন চালিত ভ্যান গাড়ি তিনজনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাহির মৃত্যু হয়। অন্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনলালপুর থানার (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন


_medium_1764849023.jpg)
_medium_1764848793.jpg)



