ভিডিও বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৫:৪৬ বিকাল

নোয়াখালীতে ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল ও টাকার ব্যাগ ছিনতাই

ব্যবসায়ী সাদ্দাম হোসেন

নোয়াখালী সদর উপজেলায় গভীর রাতে এক ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল, মোবাইল ও টাকার ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার রাত ১২টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের বারাইপুর গ্রামের সড়কে এ ঘটনা হয়।

গুলিবিদ্ধ সাদ্দাম হোসেন (২৭) ওই গ্রামের মৃত শাহ আলম মেম্বারের ছেলে এবং স্থানীয় খলিফারহাট বাজারের মোবাইল ব্যবসায়ী।

 

সাদ্দামের বড় ভাই মো. লিটন বলেন, ‘আমাদের বাড়ির পাশে খলিফারহাট বাজারে আমার ছোট ভাই সাদ্দামের দুটি মোবাইলফোনের দোকান রয়েছে। প্রতিদিনের মতো সে রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে। এরপর মোটরসাইকেলযোগে শ্বশুরবাড়ির উদ্দেশে রওয়ানা দেয়।’

আরও পড়ুন

লিটন আরও বলেন, ‘পথে বারাইপুর গ্রামের লেদু মিয়ারগো বাড়ির সামনে পৌঁছলে সড়কে স্পিড ব্রেকার থাকায় মোটরসাইকেলের গতি কমিয়ে দেয় সাদ্দাম। এ সময় দুর্বৃত্তরা তার দিকে এগিয়ে এলে মোটরসাইকেল রেখে পালানোর চেষ্টা করে সে। এ সময় সন্ত্রাসীরা তাকে পেছন থেকে পিঠে গুলি করে।’

 

মো. লিটন জানান, ‘স্থানীয় লোকজন সাদ্দামকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। শরীরে গুলি আটকে থাকায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।’

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার থেকে সচিবালয়-যমুনাসহ বিভিন্ন স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ

নোয়াখালীতে ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল ও টাকার ব্যাগ ছিনতাই

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

অর্থপাচার উন্নয়নের পথে সবচেয়ে বড় অন্তরায়

খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাচ্ছেন যে ১৪ জন

মামদানির হুমকি সত্ত্বেও নিউইয়র্ক যাবেন নেতানিয়াহু