ভিডিও বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৬:২৫ বিকাল

পুলিশ কমিশন অধ্যাদেশ পাস করা হয়েছে : সৈয়দা রিজওয়ানা হাসান 

সংগৃহিত,পুলিশ কমিশন অধ্যাদেশ পাস করা হয়েছে : সৈয়দা রিজওয়ানা হাসান 

বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারককে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি পুলিশ কমিশন গঠন করার অধ্যাদেশ উপদেষ্টা পর্ষদে পাস করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, আজকে আমাদের গুরুত্বপূর্ণ পুলিশ কমিশন অধ্যাদেশ পাস করা হয়েছে। পাঁচ সদস্য বিশিষ্ট একটি পুলিশ কমিশন গঠন করার অধ্যাদেশ পাস করা হয়। এই কমিশনের প্রধান থাকবেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের কোনো একজন অবসরপ্রাপ্ত বিচারক। যিনি জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছেন। গ্রেড ওয়ানের নিচে নয় এরকম কোনো সরকারি কর্মকর্তা। গ্রেড ওয়ানের নিচে নন এমন কোনো অবসরপ্রাপ্ত কর্মকর্তা, কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি কর্মরত হতে পারেন, অবসরপ্রাপ্ত হতে পারেন। মানবাধিকার এবং সুশাসন বিষয়ে কাজ করেছে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা রয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব তথ্য জানান। প্রধান উপদেষ্টার কার্যালয় উপদেষ্টা পর্ষদের বৈঠকে এ অধ্যাদেশ পাস করা হয়। বৈঠকের সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আরও পড়ুন

পুলিশ কমিশন গঠনের উদ্দেশ্য জানিয়ে উপদেষ্টা বলেন, পুলিশকে জনবান্ধব-জনমুখী করা। এই কমিশন সরকারের সঙ্গে মিলে কাজ করবে। পুলিশ যেন প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারে সেই ব্যাপারে কি কি করণীয় এই বিষয়ে কমিশন সরকারকে সুপারিশ দেবে। পুলিশ যাতে মানবাধিকার সংবেদনশীল হয়, সে বিষয়ে পুলিশের আধুনিকায়ন কোথায় কোথায় দরকার, কি ধরনের প্রশিক্ষণ দরকার, এগুলো তারা চিহ্নিত করবে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ১৩ ঘণ্টা পর প্রতিবেশীর ঘরে মিললো শিশুর মরদেহ

খালেদা জিয়া ঐক্যের প্রতীক

ওমানের জালে ১৩ গোল বাংলাদেশের

প্রথমবারের মতো ইন্টেরিয়র ডিজাইনারদের স্বীকৃতি হিসাবে “IDAB Excellence in Interior Design Award 2024” প্রদান

পাবনার চাটমোহরে উপজেলা মহিলাদলের দুই নেত্রী গ্রেফতার

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত