ভিডিও বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৬:২৮ বিকাল

নওগাঁর বদলগাছীতে কমলা চাষে পলাশের বাজিমাত

নওগাঁর বদলগাছীতে কমলা চাষে পলাশের বাজিমাত। ছবি : দৈনিক করতোয়া

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার ভাতসাইল গ্রামের যুবক পলাশ হোসেন। কোম্পানির চাকরি ছেড়ে আধুনিক প্রযুক্তি, নিয়মিত পরিচর্যা আর পরিশ্রমে খুব অল্প সময়েই আম বাগান করে সফল হন এই উদ্যোক্তা। তার বাগানের এই আম উপজেলা পেরিয়ে পৌঁছে যায় দেশের নানা প্রান্তে। আমের চাষে সাফল্যের পর এবার কমলা চাষ শুরু করেছেন তিনি।

স্থানীয় অনেকেই এই মাটিতে কমলার ফলনে সন্দেহ প্রকাশ করলেও পলাশের আত্মবিশ্বাস ছিল অটুট। কৃষি অফিসের পরামর্শ ও নিজস্ব পরিকল্পনায় ২০ শতক জমিতে রোপণ করেন কমলার চারা। বর্তমানে তার বাগানে সারি সারি সবুজ গাছের ডালে ঝুলছে কমলা।

পলাশ জানান, এ উপজেলায় আমরা এতদিন ধান আর সবজির ওপর নির্ভর করেছি। আমি চেয়েছি বদলগাছীর কৃষিতে নতুন কিছু যোগ করতে। কমলা সেই নতুন স্বপ্ন। এখন ফলন দেখে বুঝতে পারছি, সিদ্ধান্তটা ভুল ছিল না। বাগান দেখতে এসে হলুদ বিহার গ্রামের শিক্ষক রিফাত হোসাইন রাব্বি বলেন, এখানে এসে বিশ্বাসই করতে পারছিনা বদলগাছীর মাটিতে এতো কমলা ধরেছে। কয়েকটি কমলা খেলাম স্বাদে দারুণ সুমিষ্ট।

আরও পড়ুন

উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান বলেন, পলাশ হোসেন এই অঞ্চলে কমলা চাষকে জনপ্রিয় করার পথ তৈরি করেছেন। তার উদ্যোগ দেখেই অনেক কৃষক এখন কমলা চাষে আগ্রহী হচ্ছেন। পলাশের বাগান এখন যেন এক অনানুষ্ঠানিক প্রশিক্ষণ কেন্দ্র। প্রতিদিনই আশপাশের গ্রাম থেকে কৃষকরা তার বাগানে এসে ফল দেখছেন, চাষ পদ্ধতি শিখছেন। কেউ আবার নিজেদের জমিতে কমলা চাষের পরিকল্পনা করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর বদলগাছীতে কমলা চাষে পলাশের বাজিমাত

পুলিশ কমিশন অধ্যাদেশ পাস করা হয়েছে : সৈয়দা রিজওয়ানা হাসান 

শ্রীবরদীতে শ্রেণিকক্ষের তালা ভেঙে বার্ষিক পরীক্ষা নিলেন ইউএনও

বগুড়ায় ৫টি ধারালো অস্ত্রসহ ২ যুবক গ্রেফতার

২৪ ঘণ্টার মধ্যে আইজিপিকে অপসারণে আইনি নোটিশ

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন না কণ্ঠশিল্পী কনকচাঁপা