ভিডিও সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০১ ডিসেম্বর, ২০২৫, ০৩:৪৮ দুপুর

বিপিএল’র বিদেশিদের মধ্যে দামি শানাকা

বিপিএল’র বিদেশিদের মধ্যে দামি শানাকা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : শেষ হয়েছে এবারের বিপিএল নিলাম। সেখনে বিদেশি খেলোয়াড়দের মধ্যে সবার আগে নজর কেড়েছিলেন শ্রীলঙ্কার দাসুন শানাকা। বিদেশিদের মধ্যে সবেচেয় বেশি দামে বিক্রি হয়েছেন তিনিই। তাকে ঢাকা ক্যাপিটালস ৫৫ হাজার মার্কিন ডলারে দলে ভিড়িয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬৭ লাখ টাকা। 

ক্যাটাগরি ‘এ’-তে থাকা লঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুজ ও নিরোশান দিকবেলাকে অবশ্য তাদের ভিত্তিমূল্যে (৩৫ হাজার ডলার) দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটানস। এবারে আনক্যাপড খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে আলোচনায় ছিলেন হাবিবুর রহমান সোহান। এশিয়া কাপ রাইজিং স্টার্সে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দারুণ খেলা এই তরুণ ওপেনারকে ৫০ লাখ টাকায় দলে টেনেছে নোয়াখালী এক্সপ্রেস। তার ভিত্তিমূল্য ছিল ১৮ লাখ টাকা। দেশিদের মধ্যে অবশ্য সর্বোচ্চ দাম পেয়েছেন ওপেনার নাঈম শেখ। তাকে ১ কোটি ১০ লাখ টাকায় কিনেছে চট্টগ্রাম। নাঈমের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা।

২০১২ সালের প্রথম আসরের পর এটাই বিপিএলের প্রথম নিলাম। এর পরের সব আসরগুলোতে ফ্র্যাঞ্চাইজিগুলো ড্রাফটের মাধ্যমে দল গঠন করেছে। ছয় দল নিয়ে হবে এবারের বিপিএল-ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স, নোয়াখালী এক্সপ্রেস, সিলেট টাইটানস ও চট্টগ্রাম রয়্যালস। টুর্নামেন্ট শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ২৬ ডিসেম্বর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিএল’র বিদেশিদের মধ্যে দামি শানাকা

সেন্টমার্টিন থেকে ফেরার পথে স্পিডবোট উল্টে মা–মেয়ের মৃত্যু

চট্টগ্রামে গতরাতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২

যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে : রুবিও

১০ জনের চেলসিকে হারাতে পারেনি আর্সেনাল

চরম জনবল সংকটে ইসরায়েলের সেনাবাহিনী