ভিডিও সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০১ ডিসেম্বর, ২০২৫, ০৩:২৯ দুপুর

যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে : রুবিও

যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে : রুবিও, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একইসঙ্গে চুক্তিতে পৌঁছানোর জন্য আরও অনেক কাজ বাকি আছে বলে জানান তিনি।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার (৩০ নভেম্বর) রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হ্যালেনডেল বিচে শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। অন্যদিকে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান রুস্তেম উমেরোভের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল এ আলোচনায় অংশ নেন। আলোচনার উদ্দেশ্য, যুদ্ধ থামিয়ে ইউক্রেনকে সার্বভৌম ও স্থায়ীভাবে স্বাধীন রাখার রূপরেখা তৈরি করা।

আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, আলোচনার লক্ষ্য শুধুমাত্র যুদ্ধ শেষ করা নয়, বরং এমন একটি কাঠামো তৈরি করা, যা ইউক্রেনকে ভবিষ্যতে স্বাধীন রাখবে এবং যুদ্ধ থেকে বিরত রাখবে। যুদ্ধ বন্ধ হলে শুধু দেশ পুনর্গঠন হবে না বরং বিশাল অর্থনৈতিক অগ্রগতির পথেও প্রবেশ করবে বলে জানান মার্কো। তিনি আরও বলেন, এটি এমন শর্তাবলি নিয়েও আলোচনা করছে যা ইউক্রেনকে দীর্ঘমেয়াদী সমৃদ্ধির জন্য প্রস্তুত করবে... আমি মনে করি আজকে আমরা সেই ভিত তৈরি করেছি, তবে আরও অনেক কাজ বাকি আছে। তিনি ইউক্রেনের প্রতিনিধিদলের উদ্দেশ্যে আরও বলেন, রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার উদ্দেশ্য হলো ইউক্রেনকে ‘সার্বভৌম, স্বাধীন এবং সমৃদ্ধ’ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা।

শান্তি আলোচনা নিয়ে একই মত প্রকাশ করেন ইউক্রেনের নিরাপত্তা পরিষদের প্রধান রুস্তেম উমেরভ। তিনি বলেন, প্রাথমিক কাঠামোগত আলোচনা ফলপ্রসূ হয়েছে, তবে চূড়ান্ত সমঝোতা এখনও হয়নি। তিনি আরও বলেন, যুদ্ধ চলমান থাকায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেন আগামী দিনে আরও সংলাপের মাধ্যমে শান্তি বাস্তবায়নের রূপরেখা তৈরি করবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে : রুবিও

১০ জনের চেলসিকে হারাতে পারেনি আর্সেনাল

চরম জনবল সংকটে ইসরায়েলের সেনাবাহিনী

রাজা হলেন পলাশ রানি ইভানা!

দেশের স্বার্থে বেগম খালেদা জিয়াকে আরও প্রয়োজন : রিজভী  

মাদুরোর সঙ্গে ফোনালাপের ব্যাপারে যা বললেন ট্রাম্প