ভিডিও সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০১ ডিসেম্বর, ২০২৫, ০৩:২২ দুপুর

রাজা হলেন পলাশ রানি ইভানা!

রাজা হলেন পলাশ রানি ইভানা!, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : ব্যাচেলর পয়েন্ট নাটক দিয়ে আলোচনায় আসেন জিয়াউল হক পলাশ ও পারসা ইভানা। এরপর কাজ করেছেন অনেক নাটক-নির্মাণে। এবার তাদের দেখা গেল সম্পূর্ণ ভিন্ন রূপে। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর খুনসুটিপূর্ণ ‘কাবিলা’ ও ‘ইভা’ চরিত্রে পরিচিত এই জুটি এবার রাজকীয় সাজে উপস্থিত হয়েছেন একটি নতুন বিজ্ঞাপনে।

জানা গেছে, একটি পানীয়জাতীয় পণ্যের বিজ্ঞাপনে কাজ করেছেন পলাশ-ইভানা। দৃশ্য ধারণ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। নির্মাতা জানিয়েছেন, বিজ্ঞাপনটি ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মে প্রচার হবে।

নির্মাতা রাকেশ বসু জানান, আম্রপালির ইতিহাসনির্ভর গল্পকে আধুনিক বিজ্ঞাপনের আকারে উপস্থাপন করেছেন। প্রেম, রাজনীতি ও রাজসভা কেন্দ্রিক ঐতিহাসিক পটভূমি বজায় রেখে নতুনভাবে কনসেপ্ট সাজানো হয়েছে। সেখানে পলাশ হাজির হবেন রাজা চরিত্রে আর পারসা ইভানা হয়েছেন রানী।

পলাশ বলেন, ‘থিম বেজড এই বিজ্ঞাপনটির শুটিং হয়েছে বড় আয়োজনে। কনসেপ্ট দারুণ, নির্মাতা যত্ন করে কাজটি সম্পন্ন করেছেন। অভিজ্ঞতা খুবই ভালো ছিল।’

পারসা ইভানা যোগ করেন, ‘চরিত্র ও সাজসজ্জা সবই নতুন। রাজকীয় আমেজে শুটিং করেছি। আশা করছি, দর্শকরা বিজ্ঞাপনটি পছন্দ করবেন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজা হলেন পলাশ রানি ইভানা!

দেশের স্বার্থে বেগম খালেদা জিয়াকে আরও প্রয়োজন : রিজভী  

মাদুরোর সঙ্গে ফোনালাপের ব্যাপারে যা বললেন ট্রাম্প

খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিতে গণমাধ্যমকে অনুরোধ

খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে : আজম খান

পাবনায় প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি : পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষকরা!