ভিডিও সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০১ ডিসেম্বর, ২০২৫, ১১:১৬ দুপুর

পয়েন্ট তালিকার শীর্ষে বার্সা, হোঁচট খেলো রিয়াল

পয়েন্ট তালিকার শীর্ষে বার্সা, হোঁচট খেলো রিয়াল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: আগের ম্যাচ জিতেই পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখলে নিয়েছিল বার্সেলোনা। তবে সেটা হতে পারতো সাময়িক। রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ ছিল টেবিলের শীর্ষে ফেরার। তবে জিরোনার মাঠে ১-১ গোলে ড্র করে ভালোই হোঁচট খেলো জাভি আলোনসোর দল। তাতে শীর্ষস্থানে ঝেঁকে বসল বার্সেলোনা।

টানা তিন ম্যাচ ড্র করে ১৪ ম্যাচে ১০ জয়, ৩ ড্র ও এক হারে রিয়ালের পয়েন্ট ৩৩। আর সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সা। অবনমন অঞ্চলে ঘুরপাক খাওয়া জিরোনা ১২ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে।

ম্যাচের প্রথমে গোল হজম করে হারের শঙ্কাতেই ছিল জাবি আলোনসোর দল। শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পে তাদের ত্রাতা হয়ে আসেন। পেনাল্টির গোলের সুবাদে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকলে হলো রিয়ালের।

প্রথমার্ধে বড় কোনো হুমকি তৈরি করতে পারেনি ভিনিসিয়ুস জুনিয়র-এমবাপ্পেরা। এডার মিলিতাও ও ভিনিসিয়ুসের দুটি শট ঠেকিয়ে দেন জিরোনার গোলকিপার পাওলো গাজ্জানিগা। বিরতির ঠিক আগে আজেদিন উনাহির বুলেট গতির শটে পরাস্ত হন রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়া।

দ্বিতীয়ার্ধের ৬৭তম মিনিটে সেই গোল শোধ দেয় রিয়াল। বাঁ দিক ধরে ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ ড্রিবলিংয়ের পর বক্সে তাকে ফেলে দেওয়া হলে পায় পেনাল্টির বাঁশি বাজায় রেফারি। স্পট–কিকে এমবাপে ঠাণ্ডা মাথায় বল পাঠান বাম দিকের নিচের কোনায়। এই গোলেই এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পয়েন্ট তালিকার শীর্ষে বার্সা, হোঁচট খেলো রিয়াল

ইন্দোনেশিয়ায় বন্যায় কমপক্ষে ৪৪২ জন মৃত , ৪ শতাধিক নিখোঁজ

চট্টগ্রামে একটি বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

মহান বিজয়ের মাস শুরু হলো আজ

হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার রায় আজ

দলগুলোর কাছে থেকে ফ্র্যাঞ্চাইজি ফি হিসেবে ২-১২কোটি টাকা নিল বিপিএল কর্তৃপক্ষ