ভিডিও সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০১ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৫ দুপুর

পূর্বাচলে প্লট বরাদ্দে জালিয়াতি

হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার রায় আজ

হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার রায় আজ, ছবি: সংগৃহীত।

পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা এবং শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে করা দুদকের মামলার রায় আজ সোমবার ঘোষণা করা হবে।

ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক মো. রবিউল আলম এ মামলার রায় ঘোষণা করবেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলা দায়ের করে গত ১৩ জানুয়ারি। ইতিপূর্বে দুদকের ৩টি মামলায় শেখ হাসিনাকে ২১ বছর সাজা দেয়া হয়।এ মামলায় শুধু রাজউক কর্মচারি খুরশীদ আলম কারাগারে রয়েছেন; বাকি আসামিরা ১৬ জন সবাই পলাতক রয়েছেন।

দুদক সূত্র জানায়, শেখ রেহানার বিরুদ্ধে পূর্বাচল প্রকল্পে অনিয়ম করে ১০ কাঠা প্লট নেয়ার অভিযোগে এ বছরের ১৩ জানুয়ারি মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ১০ মার্চ ১৭ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা আফনান জান্নাত কেয়া। এরপর গত ৩১ জুলাই আদালত আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। এ মামলায় মোট ৩২ জন সাক্ষ্য দিয়েছেন।

রায় উপলক্ষে আদালত পাড়ায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার রায় আজ

দলগুলোর কাছে থেকে ফ্র্যাঞ্চাইজি ফি হিসেবে ২-১২কোটি টাকা নিল বিপিএল কর্তৃপক্ষ

আমন ধান কাটতেই বগুড়ার নন্দীগ্রামে সরিষা চাষের ব্যস্ততা

খালেদা জিয়ার জন্য হাসপাতালে রাষ্ট্রপতির ফুল প্রেরণ, নিয়মিত নিচ্ছেন খোঁজ

লালমনিরহাটে চাঞ্চল্যকর হত্যা মামলায় প্রেমিক-প্রেমিকার যাবজ্জীবন

এসপি নিয়োগে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি অনাস্থা জানিয়ে নওগাঁয় শিক্ষার্থীদের প্রতিবাদ