ভিডিও সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০১ ডিসেম্বর, ২০২৫, ০১:১১ দুপুর

হারলেও ভারতের বিপক্ষে দারুণ সব রেকর্ড গড়লো প্রোটিয়ারা

হারলেও ভারতের বিপক্ষে দারুণ সব রেকর্ড গড়লো প্রোটিয়ারা,ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ভারতের মাঠে ইতিহাস গড়ে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। একইভাবে দুই দলের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচও দারুণ রোমাঞ্চ ছড়িয়েছে। যদিও বিরাট কোহলির সেঞ্চুরির দিনে শেষ হাসি হেসেছে ভারত। রাঁচিতে ভারত ৩৪৯ রানের বড় পুঁজি নিয়েও হারের শঙ্কায় ছিল। তবে ৪ বল বাকি থাকতেই দক্ষিণ আফ্রিকা ৩৩২ রানে অলআউট হয়ে যায়। ১৭ রানের ম্যাচে বেশ কয়েকটি রেকর্ড গড়েছে প্রোটিয়া ব্যাটাররা।

আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমানে কেবল ওয়ানডে ফরম্যাটেই খেলছেন ভারতীয় সাবেক দুই অধিনায়ক রোহিত শর্মা ও কোহলি। আফ্রিকানদের কাছে টেস্ট সিরিজে হারের পর সাদা বলের লড়াইয়ে তাদের নিয়ে উদ্দীপনা ছিল স্বাগতিকদের মাঝে। তারই প্রতিদান দিলেন দুই অভিজ্ঞ তারকা। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার (৩৫২) বিশ্বরেকর্ড গড়ে ওয়ানডেতে ৬০তম হাফসেঞ্চুরি করেছেন রোহিত (৫৭)। তার সঙ্গে ১৩৬ রানের জুটি গড়া কোহলি ১২০ বলে ১১ চার ও ৭ ছক্কায় ১৩৫ রান করেন। 

নির্দিষ্ট ফরম্যাটে ব্যাটার হিসেবে কোহলি সর্বোচ্চ ৫২তম সেঞ্চুরি পেয়েছেন। এতদিন ৫১ টেস্ট সেঞ্চুরি নিয়ে এক ফরম্যাটে সর্বোচ্চ শতকের মালিক ছিলেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। পরবর্তীতে ভারতের লক্ষ্য তাড়ায় নেমে দক্ষিণ আফ্রিকা ৩ হাফসেঞ্চুরিতে জয়ের আশা জাগায়। তবে মেলাতে পারেনি ১৭ রানের সমীকরণ। ওয়ানডেতে লক্ষ্য তাড়ায় কোনো সেঞ্চুরি ছাড়াই সর্বোচ্চ দলীয় রানের (৩৩২) রেকর্ড গড়ল প্রোটিয়ারা। অবশ্য এর আগে মাত্র ১১ রানের মাথায় ৩ উইকেট হারায় এইডেন মার্করামের দল। দক্ষিণ আফ্রিকাই একমাত্র দল, যারা লক্ষ্য তাড়ায় ১৫ রানের নিচে ৩ উইকেট হারিয়েও ৩০০ রানের বেশি সংগ্রহ পেয়েছে। এর আগে রানতাড়ায় নেমে মাত্র ৬ রানে ৩ উইকেট হারানোর পর সর্বোচ্চ সংগ্রহের (২৯৭) রেকর্ড ছিল পাকিস্তানের, ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে। এ ছাড়া বিপর্যয়ের পর তৃতীয় সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়েছে প্রোটিয়ারা। ১০ রানে ৩ উইকেট হারানোর পর সর্বোচ্চ ৩৬৮ অস্ট্রেলিয়া এবং ১৪ রানে ৩ উইকেট হারিয়ে ৩৪৬ রান করার নজির আছে ইংল্যান্ডের।

ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার চার নম্বর বা এর নিচের ব্যাটিং অর্ডারে ৫ জন ব্যাটার ৩০-এর বেশি রান করেছেন, যা ওয়ানডের এক ইনিংসে যৌথভাবে সর্বোচ্চ। ২০০৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়া এবং ২০১৫ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ একই কীর্তি গড়েছিল। প্রোটিয়াদের পক্ষে জয়ের আশা জাগিয়ে টেলএন্ডার ব্যাটার মার্কো জানসেন ৭০ এবং করবিন বশ করেন ৬৭ রান। সাত বা এর নিচের লোয়ার অর্ডারে নেমে এ নিয়ে পঞ্চমবার দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটারই হাফসেঞ্চুরি করলেন।

রাঁচিতে প্রথম ওয়ানডেতে জিতে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। আগামী ৩ ডিসেম্বর রায়পুরে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হারলেও ভারতের বিপক্ষে দারুণ সব রেকর্ড গড়লো প্রোটিয়ারা

এক টাকা হারাম আমাদের পেটে যাবে না : সারজিস আলম

‘নিজের ক্ষমতা দীর্ঘায়িত করতে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছেন শেখ হাসিনা’

ঢাকা কলেজ শিক্ষার্থীদের আন্দোলনে সড়ক বন্ধ

পরীমনি ছুঁড়ে দিলেন ৩০ দিনের চ্যালেঞ্জ

হাসিনার ৫, রেহানার ৭, টিউলিপের ২ বছর কারাদণ্ড