ভিডিও শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৫, ০৬:৩১ বিকাল

প্রকাশ্যে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি

প্রকাশ্যে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি

ব্রাহ্মণবাড়িয়ায় একটি ফার্মেসীতে এসে প্রকাশ্যে ব্যাগ থেকে পিস্তল বের করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার স্ত্রীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এ সংক্রান্ত একটি সিসিটিভি ক্যামেরা ভিডিও প্রকাশিত হয়েছে। 

হুমকি দেওয়ার ঘটনায় বুধবার (২৬ নভেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জেলা শহরের কুমারশীল মোড়ের মিনহাজ ফার্মেসির মালিক মো. কাউসার। 

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আবু কাউসার ২০২৪ সালের ৫ আগস্ট বেশ কিছু রাজনৈতিক মামলায় আসামি হওয়ায় পলাতক রয়েছেন। এরই মাঝে তার প্রথম স্ত্রী লিজা আক্তারকে রেখে গোপনে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। বিষয়টি এতদিন গোপন ছিল।

সম্প্রতি কাউসারের দ্বিতীয় বিয়ের বিষয়টি জেনে যান প্রথম স্ত্রী লিজা আক্তার। দ্বিতীয় স্ত্রী পলাতক যুবলীগ নেতার সঙ্গে থাকায় তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করে আসছেন প্রথম স্ত্রী লিজা আক্তার। পরে জানতে পারেন দ্বিতীয় স্ত্রীর ভাই শহরের কুমারশীল মোড়ে অবস্থিত মিনহাজ ফার্মেসিতে চাকরি করেন। গত ২৩ নভেম্বর সন্ধ্যায় দ্বিতীয় স্ত্রীর ভাইকে লিজা আক্তার মিনহাজ ফার্মেসিতে খোঁজ করতে আসেন। পরে তাকে না পেয়ে দোকানে থাকা অন্যান্য স্টাফদের তার ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে হত্যার হুমকি দেন। দোকানে থাকা সিসিটিভিতে ধারণ হওয়া এ ঘটনার ফুটেজ ছড়িয়ে পড়লে টক অব টাউনে পরিণত হয়। এ ঘটনায় ফার্মেসির মালিক মো. কাউসার সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।  

মিনহাজ ফার্মেসির মালিক মো. কাউসার বলেন, যুবলীগ নেতা আবু কাউসারের প্রথম স্ত্রী আমার দোকানে এসে দ্বিতীয় স্ত্রীর ভাইকে খোঁজ করেন। কিন্তু তাকে না পেয়ে পিস্তল বের করে আমাকে এবং আমার স্টাফকে গুলি করে হত্যার হুমকি দিয়েছেন। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। 

তবে যুবলীগ নেতার স্ত্রী অভিযুক্ত লিজা আক্তারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, সদর থানায় এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাসির উদ্দিনকে নিযুক্ত করা হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে। তদন্ত শেষে প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের তারাগঞ্জে শিম চাষে লাখপতি অনিল

প্রকাশ্যে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি

সৈনিক পদে নিয়োগ দেবে সেনাবাহিনী, লাগবে এসএসসি পাস

আরএফএল গ্রুপে নিয়োগ, ফ্রেশার প্রার্থীদেরও আবেদনের সুযোগ

এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা ভারতের

গণঅভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৪ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন