ভিডিও বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৫, ০৯:২০ রাত

ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

‎ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাদবা গ্রামে স্ত্রীকে হত্যার দায়ে মতিয়ার রহমান (৫০) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানা, আনাদায়ে আরও এক বছরের বিনাশ্রাম কারাদন্ড প্রদান করেন আদালত।

‎বুধবার (২৬ নভেম্বর) বিকালে ঝিনাইদহের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এমরান হোসেন চৌধুরী এ দণ্ডাদেশ প্রদান করেন। ‎‎বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী আব্দুল ওহাব এ তথ্য নিশ্চিত করেন।

‎‎কারাদন্ডাদেশপ্রাপ্ত মতিয়ার রহমান কালীগঞ্জ উপজেলার চাদবা গ্রামের মৃত নজের আলী মণ্ডলের ছেলে।
‎‎
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১০ আগস্ট গভীর রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে মতিয়ার রহমান তার স্ত্রী পারুলকে শাবল দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই পারুল মারা যান। 

পরে ওই ঘটনায় পারুলের পিতা ইসাহাক মন্ডল বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
‎‎
দীর্ঘ সাক্ষ্য প্রমাণ ও শুনানি শেষে আদালত বৃহস্পতিবার এই দণ্ডাদেশ প্রদান করেন। পরে দণ্ডপ্রাপ্ত মতিয়ার রহমানকে কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষের কৌসুলি (পিপি) অ্যাডভোকেট এসএম মশিয়ুর রহমান বলেন, বাদীপক্ষ ন্যায়বিচার পেয়েছে। তবে সর্বোচ্চ শাস্তির জন্য বাদীপক্ষ আপিল করবে কিনা, সেটা তারা আলোচনা করে পরে সিদ্ধান্ত নেবে।

‎‎আসামিপক্ষে সাবেক পিপি ইসমাইল হোসেন ও আকলিমা ইয়াসমীন মামলাটি পরিচালনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

দুদক কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি, বিদায়ি ভাষণ ১৪ ডিসেম্বর

টানা স্টেজ শো’তে ব্যস্ত জয়

নিজের বাংলা যে তিন গান রুনা লায়লা’র প্রিয়

ব্যাডমিন্টনের নতুন সভাপতি ডন