ভিডিও বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৫, ০৯:০২ রাত

টানা স্টেজ শো’তে ব্যস্ত জয়

জোবায়ের জাহাঙ্গীর জয়

অভি মঈনুদ্দীন ঃ জোবায়ের জাহাঙ্গীর জয়, এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী। বছরজুড়েই স্টেজ শো’তে সঙ্গীত পরিবেশনা নিয়ে জয়কে ব্যস্ত সময় পার করতে হয়। বাংলাদেশে এই প্রজন্মের গায়কদের মধ্যে জয়ের উপর আয়োজকরা নির্দ্বিধায় আস্থা রাখেন একটা কারণেই, কারণ তিনি সব ধরনের গান গাইতে ভীষণ পারদর্শী।

নিজের মৌলিক গান যদিও এই মুহুর্তে জয়ের অনেক কম। কিন্তু তারপরও বাংলাদেশ ও ভারতের শিল্পীদের নানান ধরনের গান গেয়ে তিনি শ্রোতা দর্শককে মুগ্ধ করে আসছেন বিগত এক দশকেরও বেশি সময় ধরে। জয় মনে প্রাণে একজন সঙ্গীতশিল্পী। গান নিয়ে ভাবনা ছাড়া যেন তার আর কোনোই ভাবনা নেই।

কিছুদিন আগেও ঢাকা ক্লাবের একটি আয়োজনে দর্শক শ্রোতাদের গানে গানে মুগ্ধ করেছেন। আবার তিনদিন আগেও বনানী ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে জয় গানে গানে মুগ্ধতা ছড়ালেন। এদিকে আগামী ২৯ নভেম্বর জয় নারায়ণগঞ্জ ক্লাবে এবং আগামী ৫ ডিসেম্বর সিলেটস্থ সিলেট ক্লাবে সঙ্গীত পরিবেশন করবেন তিনি। বাংলাদেশের ক্লাবগুলোতে জয়ের একধরনের জয় জয়কারই চলছে। কারণ একবার তাকে নিয়ে যারা অনুষ্ঠান করেন অর্থাৎ একবার যারা তার কন্ঠের গান শুনেন , তারা বারবার তাকেই নিয়ে যেতে চান। পুরান ঢাকার ছেলে জয়, অতি সাধারন জীবন যাপনেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। ভীষণ ভদ্র, বিনয়ী হিসেবে সঙ্গীতাঙ্গনে সবার কাছে সমাদৃত তিনি। ভীষণ শিল্পী বান্ধব এই তরুণ সঙ্গীতশিল্পীর গানে ভীষণ অনুপ্রেরণা হলেন রুনা লায়লা। যদিও রাহাত ফতেহ আলী খানের ভীষণ ভক্ত। কিন্তু রুনা লায়লার গান, ব্যক্তিত্ব এবং তার বর্ণাঢ্য ষাট বছরের সঙ্গীত জীবন তাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। যদিও আজ পর্যন্ত রুনা লায়লাকে সামনে থেকে দেখার বা তার কাছ থেকে আশীর্বাদ নেবার সুযোগ হয়নি তার, তারপরেও গানের অনুপ্রেরণা হিসেবে জয় রুনা লায়লাকেই নিজের মধ্যে লালন করেন, ধারন করেন।

জোবায়ের জাহাঙ্গীর জয় বলেন,‘ গানের প্রতি ভালোলাগা ভালোবাসা আমার সেই ছোটবেলা থেকেই। গানের মাঝেই ডুবে থাকতে ভালোবাসি আমি। সত্যি বলতে কী এই গান গাইতে গিয়ে কতো হাজার হাজার মানুষের ভালোবাসা পেয়েছি তার কোনো হিসেব নেই। শুধু গানের কারণেই কতো বড় মনের মানুষের সঙ্গে আমার হৃদ্যতা তৈরী হয়েছে এবং তা অটুট আছে, তার হিসেব নেই। আজীবন গানকেই বুকে লালন করে গানই গেয়ে যেতে চাই।’

দিকে জোবায়ের জাহাঙ্গীর জয় জানান, আগামী বছরের শুরুতে শ্রোতা দর্শকের জন্য চমক নিয়ে আসছেন তিনি। জয়ের প্রথম মৌলিক গান ‘ফিরবে না’। গানটি জয়ের নিজের লেখা ও সুর করা। গানটি ধ্রুব মিউজিক স্টেশনে প্রকাশিত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা স্টেজ শো’তে ব্যস্ত জয়

নিজের বাংলা যে তিন গান রুনা লায়লা’র প্রিয়

ব্যাডমিন্টনের নতুন সভাপতি ডন

সুস্বাদু জাপানি সুশি এখন মিলছে ঢাকার ফুডকার্টে! | Sushi | Food Cart | Daily Karatoa

রণবীর সিং-ই হচ্ছেন নতুন ডন

ফটিকছড়িতে মোটরসাইকেল সংঘর্ষে পুলিশের এএসআইসহ নিহত ২