শরীরে সংখ্যা লেখে কেন ছবি পোস্ট করছেন তারকারা?
বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শোবিজ অঙ্গনের তারকা অভিনেত্রীদের কিছু ছবি ভেসে বেড়াচ্ছে। কোনো অভিনেত্রী তার হাতে লেখেছেন ‘১০০০’, কেউ লেখেছেন ‘৯৯+’, কেউবা ‘২৪’। অভিনেত্রীর শরীরের কোনো স্থানে এমন সংখ্যাবাচক শব্দ লেখা নিয়ে আলোচনা চলছে। প্রশ্ন উঠেছে-তারা কেন এসব সংখ্যা প্রদর্শন করছেন?
গত ২৫ নভেম্বর অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা তার ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, তার গালে ইংরেজি হরফে লেখা ‘৯’। এ ছবির ক্যাপশনে এই অভিনেত্রী লেখেন, “সংখ্যা থেকে কণ্ঠে, চলুন আমাদের গল্পকে শোনাই। তোমার নম্বরের গল্প বলো, আরো জোরে আওয়াজ তোলো।” খানিকটা ব্যাখ্যা করে তিশা লেখেন, “মানুষ শুধু একটি সংখ্যা দেখবে। কিন্তু আমি সেখানে দেখি আমার সহ্য করা প্রতিটি কঠিন সময় আর অতিক্রম করা প্রতিটি বাধা। তোমার গল্পের সংখ্যা শেয়ার করো, চলো একসঙ্গে ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে দাঁড়াই।” হ্যাশট্যাগ দিয়ে তিনি লেখেন, আমার নম্বর আমার গল্প। ১৬ দিনের আন্দোলন।”
একই দিনে আশনা হাবিব ভাবনা তার একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, এ অভিনেত্রীর গালে লেখা, ‘৯৯’। ছবিটির ক্যাপশনে তিশার একই বার্তা লিখেছেন এই অভিনেত্রী। অভিনেত্রী শবনম ফারিয়াও তার একটি ছবি পোস্ট করেন। এ অভিনেত্রীর হাতে লেখা, ‘১০০০’। চিত্রনায়িকা দীঘিও তার একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন। তাতে লেখা, ‘৩’। অভিনেত্রী মৌসুমী হামিদও নিজের ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, তার গালে লেখা, ‘৭২’। ক্যাপশনে এ অভিনেত্রী লেখেন, “তারা বললেন, “এটা তো শুধু একটা মন্তব্য, এড়িয়ে চলুন। আমি উপেক্ষা করলাম-এক, দুই, তিনবার। কিন্তু থামেনি। সংখ্যা শুধু বাড়তেই থাকল। এটাই আমার গল্প, আর সেই গল্প শুরু হয় এই সংখ্যা দিয়ে। সংখ্যার পর সংখ্যা, তারপর কণ্ঠস্বর। এবার আমাদের কণ্ঠস্বরকে শোনাই। তোমার সংখ্যাটি শেয়ার করো, চলো একসঙ্গে দাঁড়াই ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে।”
আলোচিত অভিনত্রেী রুনা খানও নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন। তার হাতে লেখা, ‘২৪’। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “২৪, এটাই আমার সংখ্যা! হ্যাঁ, আজ আমি ঠিক এতগুলো হয়রানিমূলক মন্তব্য পেয়েছি। মানুষ হয়তো শুধু একটা সংখ্যা দেখবে। কিন্তু আমি দেখি এই সংখ্যার ভেতরে থাকা সমস্ত মানসিক আঘাত, সংগ্রাম আর বিজয়কে। তোমার সংখ্যাটাও শেয়ার করো। চলো আমরা সবাই মিলে ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে দাঁড়াই। আন্দোলনে যোগ দাও। তোমার নম্বরের গল্প বলো, আরো জোরে আওয়াজ তোলো!”
মন্তব্য করুন




_medium_1764171597.jpg)




_medium_1764238422.jpg)