গজারিয়ায় যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
মুন্সিগঞ্জের গজারিয়ায় বিরোধের জেরে মো. জহিরুল ইসলাম জয় (২৭) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামে দৌদ্দকাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চর চৌদ্দকাউনিয়া গ্রামের জামাল সরকার পরিবার ও বেকু হাসান গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। এরই জেরে বুধবার রাতে বেকু হাসান গ্রুপের সদস্য মাসুদ, বাবু, রাফি, নান্নু, জসিমসহ আরও কয়েকজন জয়কে পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। দুর্বৃত্তরা তাকে মৃত ভেবে ঘটনাস্থলেই ফেলে রেখে যায়।
স্থানীয়রা গুরুতর অবস্থায় জয়কে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের অভিযোগ, ঠিক এক বছর আগে একই আসামিরা জয়ের বাবা মো. জামাল সরকারকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করেছিল। সেই ঘটনারই ধারাবাহিকতায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। জয়ের পরিবার দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুরে আলম বলেন, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
গজারিয়া থানার ওসি আনোয়ারুল আলম আজাদ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের হস্তান্তর করা হবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, জামাল সরকার ও বেকু হাসান গ্রুপের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। সম্প্রতি জয়ের বাবাকে কুপিয়ে জখম করা হয়েছিল। তার এক বছরের মাথায় ছেলে জয়কে নির্মমভাবে হত্যা করা হলো।
মন্তব্য করুন

_medium_1764237335.jpg)
_medium_1764236882.jpg)
_medium_1764236494.jpg)



_medium_1764238422.jpg)