ফটিকছড়ি-খাগড়াছড়ি সড়কে দুর্ঘটনায় পুলিশের এক এএসআইসহ দুইজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ফটিকছড়ি–খাগড়াছড়ি সড়কের আমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফটিকছড়িতে মোটরসাইকেল সংঘর্ষে পুলিশের এএসআইসহ নিহত ২
নিহতরা হলেন, মানিকছড়ি থানায় কর্মরত এএসআই সাইফুল ইসলাম (৪০)। তিনি মুন্সিগঞ্জ গজারিয়া গ্রামের মোহাম্মদ লেয়াকত আলীর ছেলে। অন্যজন মানিকছড়ি ফকিরপাড়া এলাকার মো: ইসমাইলের ছেলে মো. হাফিজ (৩০)। এ ঘটনায় আরও আহত হয়েছেন কনস্টেবল আল নোমান ও মো. ইয়াসিন। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এএসআই সাইফুল ইসলাম ও হাফিজ মারা যান।
পরে নিহতদের লাশ এবং আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
মন্তব্য করুন







