তাড়াশে অবৈধভাবে পুকুর খনন লাখ টাকা জরিমানা
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ১৫দিনের জেল দেয়া হয়েছে।
গত বুধবার সন্ধ্যায় উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি গ্রামে অবৈধভাবে পুকুর খননের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই সাজা প্রদান করা হয়।
জানা যায়, উপজেলার ঝুরঝুরি গ্রামের মাঠে ওই গ্রামের বাসিন্দা ফজলার রহমানের জমি লিজ নিয়ে গোলাম মোস্তফা নামের জনৈক ঠিকাদার অবৈধভাবে পুকুর খনন করছিলেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







